
গাজীপুর পতিনিধি:
পজেলার স্কয়ার মাস্টার বাড়ি সংলগ্ন ডুবালিয়া পাড়া এলাকায় এক হিন্দু যুবককে পিটিয়ে হত্যার পর লাশে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (রাতের সময়) সংঘটিত এ ঘটনায় পুলিশ ৭ জন যুবককে গ্রেপ্তার করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তি করার অভিযোগে ওই যুবকের সঙ্গে স্থানীয় কিছু লোকের বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে তাকে মারধর করা হয়। পরে তার মৃত্যু হলে ঘটনাস্থলেই লাশে আগুন দিয়ে পুড়িয়ে ফেলার চেষ্টা করা হয় বলে অভিযোগ রয়েছে।
ঘটনার খবর পেয়ে ভালুকা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ৭ জনকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, গ্রেপ্তারদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
ভালুকা থানার একজন দায়িত্বশীল কর্মকর্তা জানান, “ঘটনাটি অত্যন্ত স্পর্শকাতর। প্রকৃত ঘটনা উদঘাটনে তদন্ত চলছে। আইন নিজের হাতে তুলে নেওয়ার কোনো সুযোগ নেই—দোষীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
এদিকে ঘটনাটিকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।