ধুনট (বগুড়া) প্রতিনিধি:
ধর্মীয় ভাবগাম্ভীর্য ও শান্তিপূর্ণ পরিবেশে আখেরী মোনাজাতের মাধ্যমে শেষ হয়েছে ধুনট তাবলিগ জামাতের ইজতেমা। শনিবার সকালে ইজতেমা ময়দানে অনুষ্ঠিত আখেরী মোনাজাতের মাধ্যমে কয়েকদিনব্যাপী এই ধর্মীয় আয়োজনের সমাপ্তি ঘটে। সকাল সাড়ে ১০টার দিকে শুরু হওয়া মোনাজাতে অংশ নেন বিপুলসংখ্যক ধর্মপ্রাণ মুসল্লি।
আখেরী মোনাজাত পরিচালনা করেন ঢাকার কাকরাইল মসজিদের তাবলিগ জামাতের প্রবীণ মুরুব্বি মাওলানা আব্দুল মতিন। মোনাজাত চলাকালে মুসল্লিদের সম্মিলিত “আমিন, আমিন” ধ্বনিতে ইজতেমা ময়দান ও আশপাশের এলাকা এক আবেগঘন পরিবেশে মুখরিত হয়ে ওঠে। অনেক মুসল্লিকে এ সময় চোখের পানি ফেলতে দেখা যায়।
মোনাজাতে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং বিশ্ব মুসলিম উম্মাহর দুনিয়া ও আখেরাতের কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করা হয়। আয়োজকদের তথ্যমতে, আখেরী মোনাজাতে প্রায় অর্ধলক্ষ মুসল্লি অংশগ্রহণ করেন। মোনাজাতকে কেন্দ্র করে ইজতেমা ময়দানসহ পার্শ্ববর্তী এলাকায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত মুসল্লিদের ঢল নামে।
ইজতেমা শেষে তাবলিগের কার্যক্রমকে আরও বিস্তৃত করার লক্ষ্যে ১২টি চিল্লার জামাতে প্রায় দুই শতাধিক মুসল্লি আল্লাহর রাস্তায় বের হয়ে পড়েন। পাশাপাশি আগামী ২০২৬ সালের ২, ৩ ও ৪ জানুয়ারি টঙ্গীর খুরুজের জোড়ে অংশগ্রহণের জন্য মুসল্লিদের প্রতি বিশেষ দাওয়াত প্রদান করা হয়।
উল্লেখ্য, কয়েকদিনব্যাপী অনুষ্ঠিত ধুনট ইজতেমায় নিয়মিত নামাজ, বয়ান, তালিম ও দোয়ার মাধ্যমে ধর্মপ্রাণ মুসল্লিরা ইমান ও আমলের গুরুত্বপূর্ণ শিক্ষা গ্রহণ করেন। সার্বিকভাবে পুরো ইজতেমা শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন আয়োজক ও স্থানীয়রা।
সম্পাদক ও প্রকাশক:- মোঃ আবির ইসলাম
নির্বাহী সম্পাদক:- জামিল চৌধুরী
বার্তা সম্পাদক:- আরিফুল ইসলাম
হেড অফিস: ৪৭,পুরানো পল্টন আরবান পল্টন ভিউ কমাশিয়াল কমপ্লেক্স (৫ম তলা)
নিউজ মেইল: dainikprothombarta@gmail.com
যোগাযোগ: ০১৬৪৩-০৩১৩৭২/০১৮৬৮-৮৪৫৫৯৬
দৈনিক প্রথম বার্তা কর্তৃপক্ষ
Design And Develop By Coder Boss