
মাদারগঞ্জ উপজেলা প্রতিনিধি:-
কিশোর কন্ঠ পড়বো জীবনটাকে গড়বো এ স্লোগানে জামালপুরের মাদারগঞ্জে কিশোর কন্ঠ মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকাল ১০ টায় মাদারগঞ্জ আঃ আলী মির্জা কাশেম কামিল মাদ্রাসায় কিশোর কন্ঠ মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের চতুর্থ শ্রেণি থেকে মাধ্যমিক স্তর পর্যন্ত প্রায় ৩ শতাধিক শিক্ষার্থী কিশোরকন্ঠ মেধাবৃত্তি পরীক্ষায় অংশ গ্রহণ করেন।
পরীক্ষা তত্বাবধানে কিশোরকন্ঠ জামালপুরের প্রতিনিধি সালমান ফারসী।
পরিচালনা করেন কিশোরকন্ঠ মাদারগঞ্জ উপজেলা শাখার রমজান আলী, পরিদর্শন করেন মাদারগঞ্জ ক্যাডেট মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা নুরুল আমিন, হলি মিশন এর প্রধান শিক্ষক ফরহাদ হোসেন, পরিচালক আতিকুর রহমান সেলিম,
মাদারগঞ্জ কিশোরকন্ঠ ফোরাম মাহমুদুল হাসান, ইয়াসিন আরাফাত, আইয়ুব সরকার, আরিফ হোসেন, আশিকুর রহমান, শেখ রনি ও রাকিব হাসান সহ অনেকে উপস্থিত ছিলেন।
অংশগ্রহণকারীদের মেধার ভিত্তিতে সাধারণ গ্রেড ও ট্যালেন্ডপুল প্রাপ্তদের মাঝে পুরুস্কার বিতরণ করা হবে।