নিউজ ডেস্ক:-
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা উপলক্ষ্যে দলটির পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। অভ্যর্থনা আয়োজন, নিরাপত্তা ব্যবস্থা ও সার্বিক ব্যবস্থাপনা নিয়ে বিএনপির দায়িত্বপ্রাপ্ত নেতারা একাধিক বৈঠক করেছেন। পাশাপাশি বিমানবন্দর থেকে রাজধানীর আগমন পথ ও সংবর্ধনাস্থল সরেজমিনে পরিদর্শন করা হয়েছে।
দলীয় সূত্র জানায়, আগামী ২৫ ডিসেম্বর দুপুরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি নিয়মিত ফ্লাইটে তারেক রহমান ঢাকায় হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন। সেখান থেকে রাজধানীর তিনশ ফিট এলাকায় তাঁকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানো হবে।
তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে কেন্দ্র করে শুক্রবার বিএনপির একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল বিমানবন্দর থেকে অভ্যর্থনা স্থল পর্যন্ত সম্ভাব্য রুট ঘুরে দেখে। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, সালাহউদ্দিন আহমদ, মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা মাহদী আমিনসহ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
অভ্যর্থনা কমিটির আহ্বায়ক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ সাংবাদিকদের জানান, তারেক রহমানের প্রত্যাবর্তন উপলক্ষ্যে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে। নিরাপত্তাসহ বিভিন্ন বিষয়ে সরকারের সংশ্লিষ্ট সংস্থার সঙ্গে সমন্বয় করা হচ্ছে এবং এ ক্ষেত্রে সরকার সহযোগিতা করছে বলেও তিনি উল্লেখ করেন।
তিনি আরও বলেন, কর্মসূচিটি তিনশ ফিট এলাকার মধ্যেই সীমাবদ্ধ থাকবে। এখানে কোনো জনসভা অনুষ্ঠিত হবে না। তারেক রহমান জনগণের উদ্দেশে সংক্ষিপ্ত বক্তব্য দিয়ে তাঁদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করবেন।
দলীয় সূত্রে জানা গেছে, বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দের পাশাপাশি ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা রাজধানীর নির্দিষ্ট কিছু স্থানে অবস্থান নেবেন। একইভাবে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত নেতাকর্মীরা ঢাকার চারটি প্রবেশদ্বারে অবস্থান করবেন। পূর্বাঞ্চলের নেতাকর্মীরা সায়েদাবাদ-যাত্রাবাড়ী এলাকায়, দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের নেতারা কদমতলী-বাবুবাজার ব্রিজ এলাকায়, উত্তরাঞ্চলের নেতারা আমিনবাজারে এবং মধ্য ও উত্তর-মধ্যাঞ্চলের নেতাকর্মীরা উত্তরা-টঙ্গী এলাকায় অবস্থান করবেন বলে প্রাথমিকভাবে জানানো হয়েছে।
তবে এসব বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দলীয়ভাবে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে। বিএনপির ধারণা, তারেক রহমানকে স্বাগত জানাতে ওই দিন রাজধানীতে বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থকের উপস্থিতি থাকবে।
সূত্র আরও জানায়, তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে ঢাকা মহানগর পুলিশ কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করবে। বিমানবন্দর থেকে শুরু করে তাঁর চলাচলের প্রতিটি ধাপে পুলিশি নিরাপত্তা নিশ্চিত করা হবে। একই সঙ্গে তাঁর বাসভবন ও কার্যালয় এলাকাতেও থাকবে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা।
এদিকে নেতাকর্মীদের ঢাকায় যাতায়াত সহজ করতে বিএনপি ইতোমধ্যে বিশেষ ট্রেন ও অতিরিক্ত বগি বরাদ্দের অনুরোধ জানিয়েছে। বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার জানান, তারেক রহমান তাঁর কন্যাকে সঙ্গে নিয়ে লন্ডন থেকে সিলেট হয়ে ঢাকায় পৌঁছাবেন।
অভ্যর্থনা কমিটির সদস্য সচিব ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, তারেক রহমানের দেশে ফেরা বিএনপির জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত। এই দিনটিকে স্মরণীয় করে রাখতে সর্বাত্মক প্রস্তুতি নেওয়া হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক:- মোঃ আবির ইসলাম
নির্বাহী সম্পাদক:- জামিল চৌধুরী
বার্তা সম্পাদক:- আরিফুল ইসলাম
হেড অফিস: ৪৭,পুরানো পল্টন আরবান পল্টন ভিউ কমাশিয়াল কমপ্লেক্স (৫ম তলা)
নিউজ মেইল: dainikprothombarta@gmail.com
যোগাযোগ: ০১৬৪৩-০৩১৩৭২/০১৮৬৮-৮৪৫৫৯৬
দৈনিক প্রথম বার্তা কর্তৃপক্ষ
Design And Develop By Coder Boss