
বিশেষ প্রতিনিধিঃ
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকালে প্রতিবছরের ন্যায় টাঙ্গাইলের গোপালপুরে উপজেলা প্রশাসন ও ব্রাক মাইগ্রেশন প্রোগ্রামের নানা আয়োজনের মধ্য দিয়ে “দক্ষতা নিয়ে যাবো বিদেশ, রেমিটেন্স দিয়ে গড়বো স্বদেশ”‘ এই প্রতিপাদ্যকে সামনে রেখে অভিবাসী দিবস এবং জাতীয় প্রবাসী দিবস-২০২৫ পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে এসে শেষ হয়।
র্যালি শেষে উপজেলা অডিটোরিয়াম হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো: নবাব আলী, উপজেলা পিআইও কর্মকর্তা মোঃ আরিফুল ইসলাম,
উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ গোলাম মোর্শেদ, উপজেলা কৃষি কর্মকর্তা শামীমা আক্তার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা গোলাম মোস্তফা, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোঃ এখলাস উদ্দিন, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা আঃ আলীম, গোপালপুরের ব্র্যাক প্রোগ্রাম অর্গানাইজেশন অফিসার তৃষ্ণা রানী দাস।
এছাড়াও প্রবাসী সেলিনা বেগম, ব্র্যাক মাইগ্রেশনের বন্ধু ফোরামের সদস্য বৃন্দ। প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক সহ বিভিন্ন এনজিও কর্মকর্তা উপস্থিত ছিলেন।