গাজীপুর প্রতিনিধি
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) উদ্যোগে পুলিশ বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। অদ্য ১৮-১২-২০২৫ খ্রি. গাজীপুর মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টার্সের কনফারেন্স রুমে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সম্মানিত পুলিশ কমিশনার জনাব মোঃ ইসরাইল হাওলাদার। বক্তব্যে তিনি বলেন, “মহান মুক্তিযুদ্ধে পুলিশ বাহিনীর বীর মুক্তিযোদ্ধাদের অবদান জাতির ইতিহাসে চিরস্মরণীয়। তাঁদের আত্মত্যাগ ও সাহসিকতার কারণেই আমরা একটি স্বাধীন রাষ্ট্র পেয়েছি। পুলিশ বীর মুক্তিযোদ্ধাদের প্রতি আমাদের গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা চিরদিন অটুট থাকবে।”

তিনি আরও বলেন, বীর মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান। তাদের ত্যাগ ও অবদান নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।
সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) জনাব মোহাম্মদ তাহেরুল হক চৌহানসহ জিএমপির ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাবৃন্দ।
অনুষ্ঠান শেষে পুলিশ বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান করা হয় এবং তাদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়।
সম্পাদক ও প্রকাশক:- মোঃ আবির ইসলাম
নির্বাহী সম্পাদক:- জামিল চৌধুরী
বার্তা সম্পাদক:- আরিফুল ইসলাম
হেড অফিস: ৪৭,পুরানো পল্টন আরবান পল্টন ভিউ কমাশিয়াল কমপ্লেক্স (৫ম তলা)
নিউজ মেইল: dainikprothombarta@gmail.com
যোগাযোগ: ০১৬৪৩-০৩১৩৭২/০১৮৬৮-৮৪৫৫৯৬
দৈনিক প্রথম বার্তা কর্তৃপক্ষ
Design And Develop By Coder Boss