গাজীপুর প্রতিনিধি
আমাদের প্রিয় হাদি ভাই শাহাদাত বরণ করেছেন।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
হাদি ভাইয়ের শাহাদাতের খবরে এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। সহকর্মী, শুভানুধ্যায়ী ও এলাকাবাসী এই হৃদয়বিদারক ঘটনায় গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন। তিনি ছিলেন সাহসী, নির্ভীক এবং আদর্শবান একজন মানুষ—যিনি নিজের বিশ্বাস ও ন্যায়ের পথে অবিচল ছিলেন বলে সবাই তাকে স্মরণ করছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, হাদি ভাইয়ের অবদান ও ত্যাগ এলাকাবাসীর কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে। তার মৃত্যু শুধু পরিবার নয়, পুরো সমাজের জন্য অপূরণীয় ক্ষতি বলে মনে করছেন অনেকে।
শোকাহত পরিবার যেন এই কঠিন সময়ে ধৈর্য ধারণ করতে পারে—এ জন্য সকলেই মহান আল্লাহর দরবারে দোয়া করেছেন। একই সঙ্গে শহীদ হাদি ভাইয়ের রুহের মাগফিরাত কামনা করা হয়েছে।
আল্লাহ তায়ালা তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন—আমিন।
সম্পাদক ও প্রকাশক:- মোঃ আবির ইসলাম
নির্বাহী সম্পাদক:- জামিল চৌধুরী
বার্তা সম্পাদক:- আরিফুল ইসলাম
হেড অফিস: ৪৭,পুরানো পল্টন আরবান পল্টন ভিউ কমাশিয়াল কমপ্লেক্স (৫ম তলা)
নিউজ মেইল: dainikprothombarta@gmail.com
যোগাযোগ: ০১৬৪৩-০৩১৩৭২/০১৮৬৮-৮৪৫৫৯৬
দৈনিক প্রথম বার্তা কর্তৃপক্ষ
Design And Develop By Coder Boss