
মাদারগঞ্জ ( জামালপুর) প্রতিনিধি:–
দক্ষতা নিয়ে যাবো বিদেশ, রেমিট্যান্স দিয়ে গড়বো স্বদেশ” এ স্লোগানে জামালপুরের মাদারগঞ্জে আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস-২০২৫ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার সুমন চৌধুরী’র সভাপতিত্বে বক্তব্য রাখেন মাদারগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বারী, মাদারগঞ্জ প্রবাসী কল্যাণ পরিষদের উপদেষ্টা সদস্য এমডি শিমুল প্রমূখ। এ সময় মাদারগঞ্জ উপজেলা সমাজসেবা অফিসার মোঃ তৌফিকুল ইসলাম খালেক,মাদারগঞ্জ প্রবাসী কল্যাণ পরিষদের উপদেষ্টা সদস্য শাহ জাহান সিরাজ সহ সাংবাদিক ও দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।