বিশেষ প্রতিনিধিঃ
রাস্তায় ঘুরছে বিশালদেহের হাতি। সেই হাতির পিঠে বসা জহিরুল। জহিরুলের নির্দেশেই এক পথচারী থেকে আরেক পথচারী ও এক দোকান থেকে আরেক দোকানের সামনে যাচ্ছে হাতিটি। এরপর শুঁড় সোজা এগিয়ে দিচ্ছে কাছে। শুঁড়ের মাথায় টাকা গুঁজে না দেওয়া পর্যন্ত শুঁড় সরাচ্ছে না হাতিটি।
এভাবেই অভিনব কৌশলে হাতি দিয়ে চলছে চাঁদাবাজি। এতে স্থানীয় পথচারী, গাড়িচালক এর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
বুধবার (১৭ ডিসেম্বর ) দুপুর ২ টার দিকে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার দেওপাড়া ইউনিয়নের বিভিন্ন রাস্তায় এমন চিত্র দেখা গেছে।
সরেজমিনে দেখা যায়, হাতি দিয়ে টাকা তুলছেন জহিরুল। সর্বনিম্ন ১০ টাকা থেকে শুরু করে পথচারী, গাড়ি ও ধরন অনুযায়ী ৫০থেকে ১০০ টাকা পর্যন্ত নেওয়া হচ্ছে চাঁদা।
পথচারী আব্দুল মালেক বলেন,টাকা না দিলে যাবে না। এ ছাড়া দেরি হলে অনেক সময় ঝামেলা হয়। আমরা নিরুপায় হয়ে টাকা দেই।
শাজাহান নামে এক মোটরসাইকেল চালক বলেন, এভাবে হাতি দিয়ে চাঁদা তুলতে সড়কে যানজট সৃষ্টি হয়। হাতি দিয়ে এভাবে চাঁদাবাজি বন্ধ করতে জনসাধারণ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছে।
টাকা নেওয়ার কারণ জানতে চাইলে হাতির পিঠে বসে থাকা জহিরুল বলেন, হাতির ভরণপোষণের জন্য সবাই খুশি হয়ে কিছু টাকা দেয়। টাকা নেওয়ার নিয়ম আছে কিনা জানতে চাইলে কোনো জবাব দেননি ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আবু সাঈদ বলেন, হাতি বা বন্যপ্রাণী ব্যবহার করে সড়কে চাঁদাবাজি করার সুযোগ নেই। এ বিষয়ে খোঁজখবর নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশক:- মোঃ আবির ইসলাম
নির্বাহী সম্পাদক:- জামিল চৌধুরী
বার্তা সম্পাদক:- আরিফুল ইসলাম
হেড অফিস: ৪৭,পুরানো পল্টন আরবান পল্টন ভিউ কমাশিয়াল কমপ্লেক্স (৫ম তলা)
নিউজ মেইল: dainikprothombarta@gmail.com
যোগাযোগ: ০১৬৪৩-০৩১৩৭২/০১৮৬৮-৮৪৫৫৯৬
দৈনিক প্রথম বার্তা কর্তৃপক্ষ
Design And Develop By Coder Boss