গাজীপুর সদর প্রতিনিধি
গাজীপুর সিটি কর্পোরেশন এলাকার ভূমি রেজিস্ট্রি অফিসের ঠিক সামনের রাস্তার বেহাল অবস্থায় চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। দীর্ঘদিন ধরে রাস্তার বিভিন্ন অংশ ভেঙে বড় বড় গর্ত সৃষ্টি হওয়ায় যান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। বর্ষা মৌসুমে এসব গর্তে পানি জমে পরিস্থিতি আরও ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে, বাড়ছে দুর্ঘটনার আশঙ্কা।
স্থানীয়দের অভিযোগ, বছরের পর বছর ধরে রাস্তার এই করুণ অবস্থার কথা গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে উঠে এলেও কার্যকর কোনো সমাধান পাওয়া যায়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ একাধিকবার সংস্কারের আশ্বাস দিলেও বাস্তবে দৃশ্যমান কোনো উদ্যোগ দেখা যায়নি।
এমন পরিস্থিতিতে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করতে ব্যতিক্রমী প্রতিবাদে নেমেছেন এলাকাবাসী। ভাঙা রাস্তার গর্তে ধানের চারা রোপণ করে তারা প্রতীকীভাবে দেখিয়ে দিয়েছেন—রাস্তাটি এখন আর চলাচলের উপযোগী নয়, বরং যেন চাষের জমিতে পরিণত হয়েছে।
স্থানীয় এক বাসিন্দা বলেন,
“এটা কোনো কৌতুক নয়, চরম হতাশা থেকেই আমরা এই প্রতিবাদ করেছি। রাস্তা যদি না থাকে, তাহলে ধানই লাগাতে হবে।”
আরেক বাসিন্দা জানান, দ্রুত রাস্তা সংস্কার না হলে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।
এলাকাবাসীর জোর দাবি, অবিলম্বে রাস্তার টেকসই সংস্কার করে জনদুর্ভোগ লাঘব করতে হবে। এখন দেখার বিষয়, এই ব্যতিক্রমী প্রতিবাদের পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আদৌ কার্যকর কোনো পদক্ষেপ নেয় কি না।
সম্পাদক ও প্রকাশক:- মোঃ আবির ইসলাম
নির্বাহী সম্পাদক:- জামিল চৌধুরী
বার্তা সম্পাদক:- আরিফুল ইসলাম
হেড অফিস: ৪৭,পুরানো পল্টন আরবান পল্টন ভিউ কমাশিয়াল কমপ্লেক্স (৫ম তলা)
নিউজ মেইল: dainikprothombarta@gmail.com
যোগাযোগ: ০১৬৪৩-০৩১৩৭২/০১৮৬৮-৮৪৫৫৯৬
দৈনিক প্রথম বার্তা কর্তৃপক্ষ
Design And Develop By Coder Boss