কয়রা (খুলনা) প্রতিনিধি:
ঢাকা থেকে প্রকাশিত দৈনিক নওরোজ পত্রিকার সম্পাদক শামসুল হক দূরবানীর বিরুদ্ধে দায়েরকৃত ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবিতে কয়রায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বিকেল ৪টায় কয়রা উপজেলা প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিকতার স্বাধীনতা ও পেশাগত নিরাপত্তা রক্ষায় নওরোজ পত্রিকার নির্বাহী সম্পাদকের নিঃশর্ত মুক্তি জরুরি। সাংবাদিকদের কণ্ঠরোধের যেকোনো অপচেষ্টা গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতার পরিপন্থী উল্লেখ করে তারা ঘটনার দ্রুত ও নিরপেক্ষ তদন্তের দাবি জানান। একই সঙ্গে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে অবিলম্বে ন্যায়বিচার নিশ্চিত করার জোর দাবি জানানো হয়।
মানববন্ধনে উপস্থিত ছিলেন কয়রা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক সমকালের কয়রা প্রতিনিধি শেখ হারুন অর রশিদ, দৈনিক ভোরের কাগজের প্রতিনিধি শেখ সিরাজুদ্দৌলা লিংকন, দৈনিক খুলনা টাইমসের প্রতিনিধি ইউনুস আলী, দৈনিক সময়ের খবরের প্রতিনিধি মোঃ আল আমিন, দৈনিক নওরোজ প্রতিনিধি নুরুল আমিন পলাশ, দৈনিক আলোর বাংলাদেশ প্রতিনিধি রেজোয়ানুল করিমসহ কয়রা উপজেলার সামাজিক কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিবর্গ।
১৮ডিসেম্বর ২০২৫
সম্পাদক ও প্রকাশক:- মোঃ আবির ইসলাম
নির্বাহী সম্পাদক:- জামিল চৌধুরী
বার্তা সম্পাদক:- আরিফুল ইসলাম
হেড অফিস: ৪৭,পুরানো পল্টন আরবান পল্টন ভিউ কমাশিয়াল কমপ্লেক্স (৫ম তলা)
নিউজ মেইল: dainikprothombarta@gmail.com
যোগাযোগ: ০১৬৪৩-০৩১৩৭২/০১৮৬৮-৮৪৫৫৯৬
দৈনিক প্রথম বার্তা কর্তৃপক্ষ
Design And Develop By Coder Boss