বেরোবি প্রতিনিধি :
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়,রংপুর (বেরোবিতে) নানান আয়োজনের মধ্যদিয়ে বিজয় দিবস পালিত হয়েছে।
১৬ ডিসেম্বর (মঙ্গলবার ২০০২৫) প্রথম প্রহরে উপাচার্য মহোদয় কর্তৃক শ্রদ্ধাঞ্জলি অর্পণের (স্বাধীনতা স্মারক)মধ্য দিয়ে বিজয় দিবসের কার্যক্রম শুরু করেছেন।

সকালে প্রশাসনিক ভবনের সামনে জাতীয় সংগীতের সঙ্গে সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী এ সময় উপস্থিত ছিলেন,ড. মোঃ ফেরদৌস রহমান,প্রফেসর ড. মোঃ ইলিয়াছ প্রামানিক,প্রফেসর ড. মোঃ তাজুল ইসলাম সহ
বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদ, বিভাগ, দপ্তর ও আবাসিক হলের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ শোভাযাত্রায় অংশগ্রহণ করেন। শোভাযাত্রাটি শহীদ আবু সাঈদ চত্বর মডার্ন মোড় ঘুরে বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা স্মারক মাঠে এসে শেষ হয়।
স্বাধীনতা স্মারকে পুষ্পমাল্য অর্পণ,ক্রীড়া প্রতিযোগিতা (শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী),শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা,মহান বিজয় দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ,সন্ধ্যা ৭:০০ মিনিট,আতশবাজি
আলো সভায় প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী বলেছেন,নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের ইতিহাস জানাতে হলে যথার্থ মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন করতে হবে এবং বিজয় দিবসের আনন্দ সবার মাঝে ভাগাভাগি করতে হবে। শহীদদের শ্রদ্ধার সাথে স্মরণ করতে হবে এবং নতুন প্রজন্মকে শহীদদের আত্মত্যাগও অবদানের কথা জানাতে হবে।
সম্পাদক ও প্রকাশক:- মোঃ আবির ইসলাম
নির্বাহী সম্পাদক:- জামিল চৌধুরী
বার্তা সম্পাদক:- আরিফুল ইসলাম
হেড অফিস: ৪৭,পুরানো পল্টন আরবান পল্টন ভিউ কমাশিয়াল কমপ্লেক্স (৫ম তলা)
নিউজ মেইল: dainikprothombarta@gmail.com
যোগাযোগ: ০১৬৪৩-০৩১৩৭২/০১৮৬৮-৮৪৫৫৯৬
দৈনিক প্রথম বার্তা কর্তৃপক্ষ
Design And Develop By Coder Boss