
বিশেষ প্রতিনিধিঃ
টাংগাইলের ঘাটাইলে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে।
দিবসটি উপলক্ষে মঙ্গলবার(১৬ ডিসেম্বর) দিনব্যাপী উপজেলা প্রশাসন জাঁকজমকপূর্ণ নানা অনুষ্ঠানের আয়োজন করে।
ভোরে উপজেলা পরিষদ চত্বরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে কর্মসূচির শুরু হয়। পরে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ ও শহীদদের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সকাল ১০টায় সরকারি জিবিজি বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের বিশেষ ডিসপ্লে ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। এরপর জেলা পরিষদ অডিটোরিয়ামে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেয়া হয়েছে।
পরে উপজেলা পরিষদ চত্বরে দিনব্যাপী বিজয় মেলা শিশু কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়েছে।
দিনব্যাপী বিজয় দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও) মোঃ আবু সাঈদ। সাথে ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ জাহিদুল ইসলাম, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মোকছেদুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মাহবুবুল বাছিদ চান মিয়া প্রমূখ।