বিশেষ প্রতিনিধি:-
গোয়েন্দা সূত্রের মাধ্যমে জানা যায় যে, ০৫ আগস্ট পরবর্তী সময়ের থানা লুটের একটি অস্ত্র (বিদেশী পিস্তল) বংশাল এলাকায় গোপনীয় ভাবে লুকানো রয়েছে। এ ঘটনার সাথে সম্পর্কিত ব্যক্তিবর্গকে জিজ্ঞাসাবাদের ভিত্তিতে অস্ত্রের প্রাথমিক অবস্থান বংশালের সিককাটুলীর একটি বাসস্থানে লুকায়িত আছে বলে তথ্য পাওয়া যায়। পরবর্তীতে গোয়েন্দা তথ্য অনুযায়ী সিককাটুলী এলাকায় ০৪ জন সন্দেহভাজনের বাসস্থানে সেনাবাহিনী কর্তৃক তল্লাশি অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে পরবর্তীতে জনৈক রায়হান রাজের বাসস্থান হতে ০১টি বিদেশী পিস্তল (CZ-75, 0-07, Made in Czech Republic) এবং ০১টি ম্যাগাজিন উদ্ধার করা হয়। রায়হান রাজ অত্র এলাকার ব্যোম রায়হান গ্রুপের একজন সক্রিয় সদস্য বলে জানা যায়। উদ্ধারকৃত অস্ত্রটি বংশাল থানার লুট হওয়া অস্ত্র এ বিষয়টি থানা কর্তৃপক্ষ নিশ্চিত করেছেন। এছাড়াও অভিযান এলাকার জনৈক সামিরের বাসস্থান হতে নিম্নলিখিত দেশি অস্ত্র সমূহ উদ্ধার করা হয়ঃ
ক। ০১টি সামুরাই,
খ। ০১টি বড় চাকু,
গ। ০২টি ছোট চাকু,
ঘ। ০৫টি কিলার গিয়ার (স্পোকেট)।
এ ঘটনার সাথে সম্পর্কিত সন্দেহভাজন ০৪ জনকে গ্রেফতার করে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। তবে মূল আসামি রায়হান রাজ পলাতক রয়েছে। দেশের আইন শৃঙ্খলা রক্ষার্থে সেনাবাহিনীর অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক:- মোঃ আবির ইসলাম
নির্বাহী সম্পাদক:- জামিল চৌধুরী
বার্তা সম্পাদক:- আরিফুল ইসলাম
হেড অফিস: ৪৭,পুরানো পল্টন আরবান পল্টন ভিউ কমাশিয়াল কমপ্লেক্স (৫ম তলা)
নিউজ মেইল: dainikprothombarta@gmail.com
যোগাযোগ: ০১৬৪৩-০৩১৩৭২/০১৮৬৮-৮৪৫৫৯৬
দৈনিক প্রথম বার্তা কর্তৃপক্ষ
Design And Develop By Coder Boss