সংবাদ প্রতিবেদন:
গাজীপুরে সেনাবাহিনীর নেতৃত্বাধীন যৌথবাহিনী বিশেষ অভিযান পরিচালনা করে কাশিমপুর ও টঙ্গী এলাকা থেকে দেশীয় অস্ত্র ও মাদকসহ চারজন মাদক কারবারিকে আটক করেছে।
বিশ্বস্ত সূত্রের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে যৌথবাহিনী একাধিক স্থানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও কয়েকটি দেশীয় অস্ত্র উদ্ধার করে। আটককৃতরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক কারবারের সঙ্গে জড়িত ছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে।
অভিযান শেষে আটককৃত চার মাদক কারবারি ও উদ্ধারকৃত আলামত আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কাশিমপুর থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
এ বিষয়ে যৌথবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে এমন অভিযান অব্যাহত থাকবে এবং আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর অবস্থান গ্রহণ করা হবে।
সম্পাদক ও প্রকাশক:- মোঃ আবির ইসলাম
নির্বাহী সম্পাদক:- জামিল চৌধুরী
বার্তা সম্পাদক:- আরিফুল ইসলাম
হেড অফিস: ৪৭,পুরানো পল্টন আরবান পল্টন ভিউ কমাশিয়াল কমপ্লেক্স (৫ম তলা)
নিউজ মেইল: dainikprothombarta@gmail.com
যোগাযোগ: ০১৬৪৩-০৩১৩৭২/০১৮৬৮-৮৪৫৫৯৬
দৈনিক প্রথম বার্তা কর্তৃপক্ষ
Design And Develop By Coder Boss