বিশেষ প্রতিনিধিঃ
টাংগাইলে সাধারণ গ্রন্থাগার হল রুমে 'সময়ের সাহিত্য কন্ঠ" পত্রিকা চতুর্থ প্রতিষ্ঠা বার্ষিকী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান বিকেলে কবি আযাদ কামালের সভাপতিত্বে ও আলী হাসানের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন " বুরো বাংলাদেশ" এর চেয়ারপার্সন ড. ইউসুফ খান। বিশেষ অথিতি হিসেবে বক্তব্য রাখেন "এফপিএবি" কেন্দ্রীয় কমিটির সভাপতি হারুন অর রশিদ, কবি ও সাহিত্যিক গাজী গিয়াস উদ্দিন, সাহিত্য সজন, নাফিস আহসান,কথাসাহিত্যিক ও সম্পাদক, পারাপার, ফোকলোর ও মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষক মামুন তরফদার,ছরাকার কাশিনাথ মজুমদার পিংকু।
আরো উপস্থিত ছিলেন সাপ্তাহিক সময় তরঙ্গ পত্রিকার সম্পাদক হেমায়েত হোসেন হিমু কবি ও সাংবাদিক রফিক হাসান আবৃত্তি শিল্পী সজীব আনোয়ার, নাট্যকার শাহীন নজরুল, সহ অনেক গুণীজন। সময়ের সাহিত্য কন্ঠ গুণীজন সম্মাননায় তিনজন কে সম্মানিত করা হয়।
কবিতায় জাহাঙ্গীর ফিরোজ, কথাসাহিত্যে আলমগীর রেজা চৌধুরী ও প্রবন্ধ সাহিত্যে আল রুহী কে সম্মাননা প্রদান করা হয়।
এছাড়াও চিত্রাংকন প্রতিযোগিতায় ক,খ ও গ বিভাগে পর্যায়ক্রমে মোট ২৪ জন কে সম্মাননা পুরস্কার দেওয়া হয়।
সম্পাদক ও প্রকাশক:- মোঃ আবির ইসলাম
নির্বাহী সম্পাদক:- জামিল চৌধুরী
বার্তা সম্পাদক:- আরিফুল ইসলাম
হেড অফিস: ৪৭,পুরানো পল্টন আরবান পল্টন ভিউ কমাশিয়াল কমপ্লেক্স (৫ম তলা)
নিউজ মেইল: dainikprothombarta@gmail.com
যোগাযোগ: ০১৬৪৩-০৩১৩৭২/০১৮৬৮-৮৪৫৫৯৬
দৈনিক প্রথম বার্তা কর্তৃপক্ষ
Design And Develop By Coder Boss