গাজীপুর প্রতিনিধি
গাজীপুরের টঙ্গীতে বিকাশ এজেন্টকে গুলি করে প্রায় ৫০ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, টঙ্গীর একটি এলাকায় বিকাশ এজেন্ট তার কাছে থাকা বিপুল পরিমাণ টাকা নিয়ে চলাচল করছিলেন। এ সময় আগে থেকে ওঁৎ পেতে থাকা একদল দুর্বৃত্ত হঠাৎ তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলিবিদ্ধ অবস্থায় এজেন্ট মাটিতে লুটিয়ে পড়লে দুর্বৃত্তরা তার কাছে থাকা প্রায় ৫০ লাখ টাকা ছিনতাই করে দ্রুত পালিয়ে যায়।
ঘটনার পর স্থানীয়রা আহত বিকাশ এজেন্টকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসকরা জানান, তিনি আশঙ্কামুক্ত হলেও চিকিৎসাধীন রয়েছেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে এবং জড়িতদের শনাক্তে অভিযান চলছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
এ ঘটনায় এলাকায় নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষ। তারা দ্রুত ছিনতাইকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
সম্পাদক ও প্রকাশক:- মোঃ আবির ইসলাম
নির্বাহী সম্পাদক:- জামিল চৌধুরী
বার্তা সম্পাদক:- আরিফুল ইসলাম
হেড অফিস: ৪৭,পুরানো পল্টন আরবান পল্টন ভিউ কমাশিয়াল কমপ্লেক্স (৫ম তলা)
নিউজ মেইল: dainikprothombarta@gmail.com
যোগাযোগ: ০১৬৪৩-০৩১৩৭২/০১৮৬৮-৮৪৫৫৯৬
দৈনিক প্রথম বার্তা কর্তৃপক্ষ
Design And Develop By Coder Boss