
গাজীপুর প্রতিনিধি
হটলাইনে প্রাপ্ত অভিযোগের ভিত্তিতে দুর্নীতি দমন কমিশন (দুদক) গাজীপুরের শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগী সেজে একটি আকস্মিক অভিযান পরিচালনা করেছে। জনসেবায় অনিয়ম, অব্যবস্থাপনা ও সম্ভাব্য দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখতে দুদকের এই বিশেষ টিম স্বাস্থ্য কমপ্লেক্সে বিভিন্ন সেবা কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করে।
অভিযান চলাকালীন রোগী সেবায় অনিয়ম, সেবাপ্রার্থীদের হয়রানি এবং বিভিন্ন প্রশাসনিক ত্রুটি রয়েছে কি না তা যাচাই করা হয়। দুদকের এই পদক্ষেপ স্বাস্থ্যসেবা ব্যবস্থায় সুশাসন নিশ্চিত করা এবং জনগণের আস্থা পুনরুদ্ধারের জন্য তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন স্থানীয়রা।
জনস্বার্থে এমন উদ্যোগকে সাধারণ মানুষ অত্যন্ত ইতিবাচক হিসেবে দেখছেন। দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে দুদকের এই পদক্ষেপ নিঃসন্দেহে প্রশংসনীয় এবং যথাসময়ে গৃহীত উদ্যোগ। ✊🔥