গাজীপুর প্রতিনিধিঃ
গাজীপুরে যৌথ বাহিনীর বিশেষ অভিযানে ৮ জন চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে তাদের কাছ থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য, দেশীয় অস্ত্র, নগদ টাকা ও মোবাইল ফোন উদ্ধার করা হয়।
১০/১২/২০২৫ গাজীপুর কাশিমপুরে একটি এলাকায় র্যাব ও পুলিশ যৌথভাবে এ অভিযান পরিচালনা করে। অভিযানের সময় একটি টেবিলে সাজিয়ে রাখা মাদকদ্রব্য, ধারালো অস্ত্র, গাঁজার বস্তা, ট্যাবলেট, মোবাইল ফোন ও অন্যান্য আলামত সাংবাদিকদের সামনে প্রদর্শন করা হয়।
আইনশৃঙ্খলা বাহিনী সূত্র জানায়, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে গাজীপুরসহ আশপাশের এলাকায় মাদক সরবরাহের সঙ্গে জড়িত ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের হাতেনাতে আটক করা হয়।
গ্রেপ্তারদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এদিকে, যৌথ বাহিনীর এমন অভিযানে এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরেছে। স্থানীয়রা মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান আরও জোরদার করার দাবি জানান।
সম্পাদক ও প্রকাশক:- মোঃ আবির ইসলাম
নির্বাহী সম্পাদক:- জামিল চৌধুরী
বার্তা সম্পাদক:- আরিফুল ইসলাম
হেড অফিস: ৪৭,পুরানো পল্টন আরবান পল্টন ভিউ কমাশিয়াল কমপ্লেক্স (৫ম তলা)
নিউজ মেইল: dainikprothombarta@gmail.com
যোগাযোগ: ০১৬৪৩-০৩১৩৭২/০১৮৬৮-৮৪৫৫৯৬
দৈনিক প্রথম বার্তা কর্তৃপক্ষ
Design And Develop By Coder Boss