শ্রেষ্ঠত্বের স্বীকৃতি দশ বছরের ধারাবাহিক সাফল্য গৌরবগাঁথা লিচুতলা সমবায় সমিতি লি. – dainikprothombarta    
বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
সাভার আশুলিয়া সেনা মার্কেট থেকে সরকারি আটা ও চাল জব্দ মান্দায় আত্রাই নদীর পাড়ে মোবাইল কোর্ট; দুই চালককে জরিমানা। দোয়ারাবাজারে সুনামগঞ্জের ডিসির বক্তব্য নিয়ে আপত্তি তারেক রহমানের আগমন উপলক্ষে রাজশাহীতে মঞ্চ প্রস্তুত রাজশাহী-৫ পুঠিয়া দুর্গাপুর বিএনপির প্রার্থী নির্বাচনী প্রচারণা বিভিন্ন ইউনিয়নে  নওগাঁর মান্দায় দাঁড়িপাল্লা প্রতীকের বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত। ঘাটাইলে বর্ণিল আয়োজনে পিঠা উৎসব অনুষ্ঠিত পুলিশের বিরুদ্ধে আদালতের সমন গায়েব করে গ্রেপ্তারের অভিযোগ মানবতার ফেরিওয়ালা হিসাবে পরিচিত মাগুরা মহম্মদপুর পলাশবাড়ী ইউনিয়ন এর ঔতিহ্য ও কৃতি সন্তান, এ আর সাইফুল ইসলাম । সংস্কারের নামে বছরের পর বছর খোঁড়া রাস্তা ধুনটে ঠিকাদার লাপাত্তা, মানববন্ধনে ক্ষুব্ধ এলাকাবাসী

শ্রেষ্ঠত্বের স্বীকৃতি দশ বছরের ধারাবাহিক সাফল্য গৌরবগাঁথা লিচুতলা সমবায় সমিতি লি.

মোঃ গোলাম জাকারিয়া
  • Update Time : মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫
  • ৫৮ Time View

(বগুড়া জেলা) প্রতিনিধি:

 

 

৫৪তম জাতীয় সমবায় দিবস-২০২৫ উপলক্ষে শাহজাহানপুর উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগ আয়োজিত অনুষ্ঠানে “লিচুতলা মানব কল্যাণ সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লি.” সর্বোচ্চ রাজস্ব প্রদানকারী সমিতি হিসেবে সম্মাননা অর্জন করেছে।

 

সমিতিকে এই সম্মাননা প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা সমবায় কর্মকর্তা। অনুষ্ঠানে সমিতির পক্ষ থেকে সভাপতি মোঃ শহিদুল ইসলাম জুয়েল ও সাধারণ সম্পাদক মোঃ সাহাবুল ইসলাম উপস্থিত থেকে ক্রেস্ট ও সনদ গ্রহণ করেন।

 

সমিতিটি দীর্ঘদিন ধরে এলাকার আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। আর্থিক স্বচ্ছতা, সদস্যদের প্রতি দায়বদ্ধতা ও নিয়মিত রাজস্ব প্রদানের মাধ্যমে প্রতিষ্ঠানটি উপজেলার অন্যান্য সমবায় সংগঠনের মধ্যে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।

 

সমিতির সভাপতি বলেন, “এই সম্মাননা আমাদের সদস্যদের সম্মিলিত পরিশ্রম, সততা ও নিষ্ঠার ফল। আমরা ভবিষ্যতেও সমাজকল্যাণ ও আর্থিক উন্নয়নে কাজ করে যেতে প্রতিজ্ঞাবদ্ধ।”

 

অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা সমিতির ধারাবাহিক সাফল্যের প্রশংসা করেন এবং ভবিষ্যতে আরও অগ্রগতির প্রত্যাশা করেন।০১/১১/২০২৫ইং রোজ শনিবার সকাল ১০.০ঘটিকায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা সমবায় কর্মকর্তা সমিতির প্রতিনিধিদের হাতে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন।

 

সমিতিটি প্রতিষ্ঠালগ্ন থেকে এলাকার সাধারণ মানুষের অর্থনৈতিক উন্নয়ন ও সমাজকল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। ২০১৬ সালে শ্রেষ্ঠ সমবায়,২০১৭ সালে তৃতীয় পুরস্কার,২০১৮সালে প্রথম পুরস্কার, ২০১৯ সালে শ্রেষ্ঠ সমবায় সমিতি ,২০২০ সালে শ্রেষ্ঠ সমবায় সমিতি পুরস্কার ,২০২১ শ্রেষ্ঠ সমবায়ী প্রথম পুরস্কার, ২০২২ শ্রেষ্ঠ সমিতির প্রথম পুরস্কার, ২০২৩ সালে শ্রেষ্ঠ সমবায় সমিতি প্রথম পুরস্কার, ২০২৪ সালে শ্রেষ্ঠ সমবায় সমিতি পুরস্কার ও নিয়মিত রাজস্ব প্রদান, স্বচ্ছ আর্থিক ব্যবস্থাপনা ও সদস্যদের প্রতি দায়বদ্ধতার কারণে সমিতিটি উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে।

 

সমিতির সভাপতি বলেন, “এই অর্জন আমাদের সকল সদস্যের মিলিত পরিশ্রম ও সততার ফল। আমরা ভবিষ্যতেও সমাজকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখব।”

 

অনুষ্ঠানে অতিথিরা সমিতির ধারাবাহিক উন্নয়ন ও সফলতার প্রশংসা করে ভবিষ্যতে আরও সাফল্যের কামনা করেন।

এই সম্মাননা প্রাপ্তির মাধ্যমে লিচুতলা মানব কল্যাণ সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লি. তাদের আর্থিক শৃঙ্খলা, স্বচ্ছতা এবং সমাজকল্যাণে অবদানের অনন্য স্বীকৃতি লাভ করেছে।

 

সমিতির সভাপতি বলেন, বৃক্ষরোপণ, শিক্ষাবৃত্তি, ঈদ সামগ্রী বিতরণ, গরিব মেধাবী ছাত্র/ছাত্রীদের দের পোশাক ও বই কিনে দেওয়ার সহযোগিতা ও সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডে নিজেদের সম্পৃক্ত রাখব এবং উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখব।”

 

অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা বলেন, সমবায় আন্দোলনের সাফল্য দেশের অর্থনৈতিক অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এমন কার্যকর সমিতিগুলো অন্যদের জন্য উদাহরণ হতে পারে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102