
মাদারগঞ্জ প্রতিনিধি :-
জামালপুরের মাদারগঞ্জে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস–২০২৫ উপলক্ষে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
“দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। পরে উপজেলা পরিষদের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা সমাজসেবা অফিসার তৌফিকুল ইসলাম খালেকের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সুমন চৌধুরী। তিনি বলেন, দুর্নীতিমুক্ত সমাজ গড়তে তরুণ সমাজের সচেতনতা ও সক্রিয় ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিটি নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হতে হবে।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দুর্নীতিবিরোধী কমিটির সহ-সভাপতি মাহাবুবুর
রহমান,পাটাদহ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহুরুল ইসলাম, মাদারগঞ্জ প্রেসক্লাবে এর সভাপতি মির্জা হুমায়ুন, মাদারগঞ্জ উপজেলা প্রেসক্লাবে এর সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী জাহিদুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তাজ উদ্দিন,
সমবায় অফিসার মো হাফিজুর
রহমান উপজেলা তথ্য কর্মকর্তা দিপা খাতুন।
বক্তারা বলেন, দুর্নীতি শুধু রাষ্ট্রীয় উন্নয়নকে বাধাগ্রস্ত করে না, সামাজিক মূল্যবোধকেও ক্ষতিগ্রস্ত করে। তাই পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান এবং সমাজের সকল স্তরে সততা ও নৈতিকতার চর্চা জোরদার করতে হবে।
এছাড়াও অনুষ্টানে উপস্থিত ছিলেন
বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক ও সচেতন নাগরিকরা। আলোচনা সভা শেষে দুর্নীতিবিরোধী সচেতনতা বৃদ্ধিতে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন অংশগ্রহণকারীরা।