
গাজীপুর প্রতিনিধি
চার দিন আগে বোরখা পরে একটি বাসায় কাজের সন্ধানে আসা এক যুবতীই যে ভয়াবহ এক হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত—তা কেউ কল্পনাও করতে পারেনি। “আপা, আমাকে কাজ দিন”—এই বিনীত অনুরোধে যাকে ঘরে ঢুকতে দেওয়া হয়েছিল, সেই যুবতীই আজ একটি মা ও তার পনেরো বছরের কিশোরী কন্যাকে নৃশংসভাবে হত্যা করে পালিয়ে গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, পরিকল্পিতভাবে ওই যুবতী ধারালো অস্ত্র ব্যবহার করে প্রথমে কিশোরীকে, এরপর তার মাকে হত্যা করে। হত্যাকাণ্ডের পর সে আলামত নষ্ট করার চেষ্টা করে—ঘরের বিভিন্ন জিনিস পরিষ্কার করে, ব্যবহৃত অস্ত্র ধুয়ে ফেলে এবং যোগাযোগ বিচ্ছিন্ন করতে ফোনের তার কেটে দেয়।
চাঞ্চল্যকর বিষয় হলো, পালানোর সময় অভিযুক্ত যুবতী নিহত কিশোরীর স্কুল ড্রেস পরে, তার ব্যাগ কাঁধে ঝুলিয়ে হাসিমুখে বাসা থেকে বেরিয়ে যায়। ছদ্মবেশে থাকায় আশপাশের কেউ তাকে সন্দেহও করেনি।
ঘটনাটি প্রকাশ্যে এলে পুরো এলাকায় তীব্র আতঙ্ক ও ক্ষোভ ছড়িয়ে পড়ে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। অভিযুক্তকে শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে।
পুলিশ জানিয়েছে, এটি পূর্বপরিকল্পিত হত্যাকাণ্ড কিনা, নাকি অন্য কোনো উদ্দেশ্যে এই ঘটনা ঘটানো হয়েছে—তা তদন্ত করে দেখা হচ্ছে…