
মাদারগঞ্জ প্রতিনিধি:–
জামালপুরের মাদারগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সদস্যদের সাথে নবাগত ইউএনও সুমন চৌধুরী’র আমন্ত্রণে মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকাল ৪ টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়।
এ সময় মাদারগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ (খবরপত্র), সহ-সভাপতি আব্দুল আজিজ জামালী
(সংগ্রাম), যুগ্ম সাধারণ সম্পাদক কামাল উদ্দিন (সকালের সময়), সাংগঠনিক সম্পাদক তারিকুল ইসলাম (ঢাকার ডাক), সদস্য ইয়াসিন আরাফাত (দিগন্ত টেলিভিশন), সদস্য আব্দুর রহিম (মুক্তকাল), সদস্য আনিছুর রহমান শাহীন (ভোরের চেতনা), সদস্য তাওহীদ হাসান
(সরেজমিন বার্তা), সদস্য আলমগীর হোসাইন (বাংলার সময়)। মতবিনিময়কালে সদ্য যোগদানকৃত মাদারগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুমন চৌধুরী গণমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা করেন। এ সময় মাদারগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সদস্যরা উপজেলার বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন এবং পর্যায়ক্রমে সমাধানের আশ্বাস দেন তিনি।