বিশেষ প্রতিনিধিঃ
বিশিষ্ট সাংবাদিক লেখক নাট্যকার নির্মাতা নৃপেণ বিশ্বাসের ২২তম প্রয়াণ দিবসে ঘাটাইলে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার ৭ ডিসেম্বর বিকেল চারটায় ঘাটাইল প্রেসক্লাবে অনুষ্ঠিত স্মরণসভায় সভাপতিত্ব করেন নাট্যকার অভিনেতা শাহীন নজরুল। আলোচনা সভায় আলোচনা করেন ঘাটাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম চান, লেখক হাসান সবুজ, শিক্ষক সমিতির সম্পাদিকা কোহিনুর আক্তার কল্পনা, শিক্ষক ও লেখক মাজহারুল ইসলাম শিহাব, সাংবাদিক রফিক হাসান, সাংবাদিক আব্দুল লতিফ নিপেন বিশ্বাস এর ভাতিজা সৌরভ বিশ্বাস প্রমুখ।
স্মরণ সভায় বক্তারা বলেন, আশীর দশকের স্থানীয় পর্যায়ে ঝংকার পত্রিকার আত্মপ্রকাশের মাধ্যমে নিপেন বিশ্বাসের সাংবাদিকতার শুরু। পরবর্তীতে কিশোর তারকালোক দৈনিক আজকের কাগজের স্টাফ রিপোর্টার হিসেবে তিনি কাজ করেন।
এছাড়া তিনি বাংলাদেশ টেলিভিশন সহ বিভিন্ন চ্যানেলে নাটক নির্মাণ করেছেন। ২০০৩ সালে তিনি লিভার সিরোসিসে আক্রান্ত হয়ে ঢাকায় মৃত্যুবরণ করেন।
সম্পাদক ও প্রকাশক:- মোঃ আবির ইসলাম
নির্বাহী সম্পাদক:- জামিল চৌধুরী
বার্তা সম্পাদক:- আরিফুল ইসলাম
হেড অফিস: ৪৭,পুরানো পল্টন আরবান পল্টন ভিউ কমাশিয়াল কমপ্লেক্স (৫ম তলা)
নিউজ মেইল: dainikprothombarta@gmail.com
যোগাযোগ: ০১৬৪৩-০৩১৩৭২/০১৮৬৮-৮৪৫৫৯৬
দৈনিক প্রথম বার্তা কর্তৃপক্ষ
Design And Develop By Coder Boss