
গাজীপুর প্রতিনিধি
গাজীপুরের টঙ্গী পূর্ব থানা এলাকায় ছিনতাইকারীর হাতে এক পথচারী নিহতের ঘটনায় র্যাব-১ বিশেষ অভিযান চালিয়ে একমাত্র আসামি ইমরানকে গ্রেফতার করেছে।
র্যাব জানায়, ঘটনাটি ঘটার পর থেকেই ইমরান পালিয়ে থাকার চেষ্টা করছিল। তবে গোয়েন্দা তৎপরতা বাড়িয়ে তার অবস্থান শনাক্ত করা হয় এবং পরে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইমরান ছিনতাইয়ের ঘটনায় নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে বলে র্যাব জানিয়েছে।
গ্রেফতারকৃত ইমরানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। র্যাব-১ জানায়, টঙ্গী এলাকায় ছিনতাইসহ বিভিন্ন অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে।