
গাজীপুর প্রতিনিধি:
গাজীপুর সিটি কর্পোরেশনের নাগরিক সেবা সংক্রান্ত বিভিন্ন উদ্যোগ, চলমান প্রকল্প ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরতে প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভাপতিত্ব করেন গাজীপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব মুহাম্মদ সোহেল হাসান। সভায় সিটি কর্পোরেশনের বিভিন্ন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা, সাংবাদিক এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় গাজীপুর নগরীর অবকাঠামো উন্নয়ন, বর্জ্য ব্যবস্থাপনা, ট্রাফিক ব্যবস্থা, ডিজিটাল সেবা সম্প্রসারণ এবং নাগরিক সুবিধা বৃদ্ধির নানা দিক তুলে ধরা হয়। প্রধান নির্বাহী কর্মকর্তা তাঁর বক্তব্যে বলেন, গাজীপুরকে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও প্রযুক্তিনির্ভর মহানগর হিসেবে গড়ে তুলতে প্রশাসন নিরলসভাবে কাজ করছে। তিনি আরও জানান, নাগরিক ভোগান্তি কমাতে নতুন প্রকল্প গ্রহণ এবং পূর্ববর্তী প্রকল্পগুলোর দ্রুত বাস্তবায়নে সিটি কর্পোরেশন অঙ্গীকারবদ্ধ।
সাংবাদিকরা তাঁদের পক্ষ থেকে নাগরিক সমস্যার বিভিন্ন দিক তুলে ধরে সেগুলো সমাধানে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান। গণমাধ্যম ও প্রশাসনের সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে গাজীপুরকে আরও বাসযোগ্য নগর হিসেবে গড়ে তোলা সম্ভব হবে বলে সভায় আশাবাদ ব্যক্তকরা হয়….