বিশেষ প্রতিনিধিঃ
টাঙ্গাইলের ঘাটাইলে গুডনেইবারস বাংলাদেশ ঘাটাইল সিডিপির আয়োজনে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস ২০২৫ পালিত হয়েছে। ।
দিবসটি উপলক্ষে শুক্রবার (৫ ডিসেম্বর) সকালে গুডনেইবারস দেউলাবাড়ী ইউনিয়ন পাকুটিয়া পাবলিক মডেল হাই স্কুল প্রাঙ্গণে গুড নেইবারস ইয়ুথ সদস্যদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় এক প্রাণবন্ত র্যালি, যেখানে তরুণ স্বেচ্ছাসেবীরা স্বেচ্ছাসেবা, পরিবেশ সচেতনতা ও সামাজিক দায়িত্ববোধের বার্তা ছড়িয়ে দেয়। পরবর্তীতে অনুষ্ঠিত হয় আলোচনা সভা, যেখানে স্বেচ্ছাসেবার গুরুত্ব, সামাজিক উন্নয়ন এবং যুবসমাজের ভূমিকা নিয়ে বিশেষ আলোকপাত করা হয়।
দিনব্যাপী এ আয়োজনে গুডনেইবারস উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ সেলিম হোসাইনের সভাপতিত্বে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিডিসি’র ভাইস চেয়ারপার্সন ড. ফনীন্দ্র লাল পাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাকুটিয়া মডেল পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুরজিৎ কুমার।
অনুষ্ঠানে মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনার পাশাপাশি পরিচালিত হয় পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান—যা পরিবেশ সচেতনতা বৃদ্ধি এবং কমিউনিটিকে পরিচ্ছন্ন রাখার বার্তা ছড়িয়ে দেয়।
কমিউনিটিতে পরিবেশবান্ধব আচরণ উৎসাহিত করতে গুড নেইবারস বাংলাদেশ-এর পক্ষ থেকে পাকুটিয়া মডেল পাবলিক উচ্চ বিদ্যালয়কে রিসাইকেলযোগ্য আবর্জনা ও সাধারণ আবর্জনার জন্য দুটি ৬০ লিটারের ডাস্টবিন উপহার প্রদান করা হয়। বিদ্যালয় প্রতিনিধিরা এ উদ্যোগের প্রশংসা করে গুড নেইবারস বাংলাদেশকে আন্তরিক ধন্যবাদ জানান।
গুড নেইবারস বাংলাদেশ ঘাটাইল সিডিপি স্বেচ্ছাসেবাকে সামাজিক পরিবর্তনের মূল শক্তি মনে করে ভবিষ্যতেও এমন উন্নয়নমূলক কার্যক্রম অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেছে।
সম্পাদক ও প্রকাশক:- মোঃ আবির ইসলাম
নির্বাহী সম্পাদক:- জামিল চৌধুরী
বার্তা সম্পাদক:- আরিফুল ইসলাম
হেড অফিস: ৪৭,পুরানো পল্টন আরবান পল্টন ভিউ কমাশিয়াল কমপ্লেক্স (৫ম তলা)
নিউজ মেইল: dainikprothombarta@gmail.com
যোগাযোগ: ০১৬৪৩-০৩১৩৭২/০১৮৬৮-৮৪৫৫৯৬
দৈনিক প্রথম বার্তা কর্তৃপক্ষ
Design And Develop By Coder Boss