গাজীপুর প্রতিনিধি
গাজীপুরের টঙ্গী এলাকায় দিন দিন বাড়ছে ছিনতাইকারীদের তৎপরতা। স্থানীয়রা জানিয়েছেন, সম্প্রতি এলাকা যেন উন্মুক্ত ছিনতাই স্পটে পরিণত হয়েছে। উদ্বেগের বিষয় হলো—কিশোররাও জড়িয়ে পড়ছে এই অপরাধে।
গতকাল টঙ্গীতে মোবাইল ছিনতাইয়ের সময় এক কিশোরকে জনতা ধরে পুলিশে সোপর্দ করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানায়, তাকে দিয়ে বেশ কিছুদিন ধরে ছিনতাই করানো হচ্ছে। কিশোরের দাবি, এক ব্যক্তির (পরিচিতি হিসেবে “বিজয়” নাম উল্লেখ করা হয়েছে) প্ররোচনায় সে এই কাজে যুক্ত হয়েছিল। পুলিশ বলেছে, বিষয়টি যাচাই–বাছাই করা হচ্ছে।
এ ঘটনার পর এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করে প্রশাসনের কাছে কয়েকটি দাবি তুলেছেন—
টঙ্গীর ছিনতাইকারীদের মদদদাতাদের শনাক্ত করে আইনের আওতায় আনা
সংঘবদ্ধ ছিনতাইচক্রের বিরুদ্ধে সমন্বিত ও কঠোর অভিযান
এলাকার নিরাপত্তা ফিরিয়ে আনতে নিয়মিত নজরদারি
স্থানীয়দের মতে, সাম্প্রতিক সময়ে টঙ্গীর পরিবেশ, নিরাপত্তা ও সুনাম উল্লেখযোগ্যভাবে অবনতি ঘটেছে, যা সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক তৈরি করছে।
প্রশাসনকে আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানিয়েছে সচেতন নাগরিকরা।
সতর্ক থাকুন, সচেতন থাকুন—ছিনতাই প্রতিরোধে সবার সহযোগিতা জরুরি।
সম্পাদক ও প্রকাশক:- মোঃ আবির ইসলাম
নির্বাহী সম্পাদক:- জামিল চৌধুরী
বার্তা সম্পাদক:- আরিফুল ইসলাম
হেড অফিস: ৪৭,পুরানো পল্টন আরবান পল্টন ভিউ কমাশিয়াল কমপ্লেক্স (৫ম তলা)
নিউজ মেইল: dainikprothombarta@gmail.com
যোগাযোগ: ০১৬৪৩-০৩১৩৭২/০১৮৬৮-৮৪৫৫৯৬
দৈনিক প্রথম বার্তা কর্তৃপক্ষ
Design And Develop By Coder Boss