
স্টাফ রিপোর্টার গাজীপুর প্রতিনিধি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গাজীপুর মেট্রোপলিটন পুলিশে (জিএমপি) একযোগে আটটি থানার ওসি (অফিসার ইনচার্জ) পরিবর্তন করা হয়েছে। জিএমপির ভারপ্রাপ্ত পুলিশ কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান স্বাক্ষরিত আদেশে বৃহস্পতিবার এ ব্যাপারে নির্দেশনা জারি করা হয়।
নতুন আদেশ অনুযায়ী যেসব থানার ওসি বদলি করা হয়েছে—
সদর থানা → মোঃ মেহেদী হাসান (পূর্বে: টঙ্গী পূর্ব থানা)
টঙ্গী পশ্চিম থানা → মোঃ হারুন-অর-রশিদ (পূর্বে: বাসন থানা)
কাশিমপুর থানা → মোহাম্মদ মনিরুজ্জামান (পূর্বে: গাছা থানা)
পুবাইল থানা → মোঃ খালিদ হাসান (পূর্বে: কাশিমপুর থানা)
বাসন থানা → মোঃ শাহীন খান (পূর্বে: টঙ্গী পশ্চিম থানা)
গাছা থানা → মোঃ আমিনুল ইসলাম (পূর্বে: সদর থানা)
ডিবি (উত্তর) → মোহাম্মদ জালাল উদ্দীন মাহমুদ (পূর্বে: কোনাবাড়ী থানা)
টঙ্গী পূর্ব ইনস্পেক্টর (তদন্ত) → আতিকুর রহমান (পূর্বে: পুবাইল থানা)
টঙ্গী পূর্ব থানা → ওসি মোঃ ওহিদুজ্জামান (পূর্বে: ডিবি উত্তর)
কোনাবাড়ী থানা → মোঃ সালাহউদ্দিন (পূর্বে: ডিবি দক্ষিণ)
আদেশে আরও বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সকল নিরস্ত্র পুলিশ পরিদর্শককে বদলি স্থানে অবিলম্বে যোগদানের জন্য নির্দেশ প্রদান করা হলো।