
লালমনিরহাট প্রতিনিধি
খালেদা জিয়ার রোগ মুক্তিতে পৌর জিয়া পরিষদের দোয়া মাহফিল অনুষ্ঠিত
বিএনপি চেয়ারপারসন, সাবেক তিনবারের প্রধানমন্ত্রী, আপোষহীন নেত্রী, জাতীয় ঐক্যের প্রতীক খালেদা জিয়ার আশু রোগ মুক্তির জন্য কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
লালমনিরহাট জেলার প্রাণকেন্দ্র মিশন মোডস্ত হামার বাড়ি জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে পৌর জিয়া পরিষদ আয়োজিত কোরআন খতম দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন পৌর জিয়া পরিষদের সভাপতি জনাব মোঃ শামসুল হক । প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক, পৌর বিএনপির সভাপতি জনাব আফজাল হোসেন। অন্যান্যদের মধ্য উপস্থিত ছিলেন জিয়া পরিষদের জেলা সভাপতি জনাব সাইফুল ইসলাম বিপুল, সাধারণ সম্পাদক মোঃ আব্দুল লতিফ,পৌর জিয়া পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ দুলাল সহ জিয়া পরিষদের অন্যান্য নেতৃবৃন্দ

দোয়া মাহফিলের পূর্বে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন জিয়া পরিষদ লালমনির জেলা শাখার সভাপতি জনাব মোঃ সাইফুল ইসলাম বিপুল ও সাধারণ সম্পাদক জনাব দুলাল হোসেন। প্রধান অতিথি জনাব আফজাল হোসেন তার বক্তব্যে বলেন, খালেদা জিয়া বাংলাদেশের ঐক্যের প্রতীক বাংলাদেশের ভবিষ্যতের জন্য তাকে খুব প্রয়োজন ,আসুন আমরা সবাই মিলে তার জন্য মন থেকে দোয়া করি, যাতে তিনি সুস্থ হয়ে ওঠেন এবং আমাদের মাঝে ফিরে আসতে পারেন। দোয়া মাহফিল অনুষ্ঠানটি সঞ্চালন করেন মোঃ মিজানুর রহমান মিজান, অতঃপর দোয়া পরিচালিত হয।
পরিশেষে জনাব মোঃ শামসুল হক দোয়া মাহফিলের সভাপতি সবাইকে উপস্থিত হয়ে দোয়া করার জন্য ধন্যবাদ জানিয়ে দোয়া ও মাহফিল অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।