
আমতলী প্রতিনিধি :
বরগুনার আমতলী উপজেলার উত্তর তক্তাবুনিয়া গ্রামে আদালতের নির্দেশ অমান্য করে রিসিভার নিয়োগ করা জমির ধান কেটে নেওয়ার অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (তারিখ উল্লেখযোগ্য হলে যুক্ত হবে) এই অভিযান চালানো হয়।
গ্রেফতারকৃতরা হলেন—
১) আমির হোসেন গাজী,
২) মো. আবুল গাজী, উভয়ের পিতা জিন্নাত গাজী,
৩) মতি গাজী, পিতা হারুন গাজী।
তারা সবাই বরগুনার আমতলী থানার হলদিয়া ইউনিয়নের উত্তর তক্তাবুনিয়া গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, উক্ত জমি নিয়ে চলমান বিরোধের কারণে আদালত পূর্বেই জমিটি রিসিভার নিয়োগের মাধ্যমে তত্ত্বাবধানে রাখার নির্দেশ দেন। কিন্তু ওই নির্দেশ অমান্য করে অভিযুক্তরা নিজেদের ইচ্ছেমতো নিলামকৃত ওই জমির ধান কেটে নিয়ে যায়। রিসিভার বিষয়টি আদালত ও থানা প্রশাসনকে অবহিত করলে পুলিশ অভিযান পরিচালনা করে তাদের আটক করে।
এ বিষয়ে আমতলী থানার সংশ্লিষ্ট কর্মকর্তা জানান, আদালতের নির্দেশ ভঙ্গ করায় তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পরবর্তী আইনগত প্রক্রিয়া শেষে গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
স্থানীয় এলাকাবাসীর দাবি, আদালতের নির্দেশ অমান্য করে ধান কেটে নেওয়ার ঘটনার মাধ্যমে আইনশৃঙ্খলা অবজ্ঞা ও বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হয়েছে। তারা এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন।