গাজীপুর প্রতিনিধি
রাজধানীতে গৃহপরিচালকের কাজ করা রিকশাচালক নুর ইসলামের মেয়েকে জোরপূর্বক একাধিকবার ধর্ষণের অভিযোগে অভিযুক্ত গৃহকর্তা তৌহিদুল ইসলামকে গ্রেপ্তার করে আদালতে হাজির করা হয়। চার মাসে বারবার নির্যাতনের শিকার হওয়ার পর অসুস্থ হয়ে চিকিৎসকের কাছে গেলে তরুণী জানতে পারেন তিনি দুই মাসের গর্ভবতী। পরে তিনি তৌহিদুল ইসলামের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেন।
মামলার শুনানিতে অভিযুক্ত তৌহিদুল ইসলামের আইনজীবী আদালতকে জানান যে দুই পক্ষের সম্মতিতে বিয়ের সিদ্ধান্ত হয়েছে। বিষয়টি বিবেচনা করে আদালত ৫ লাখ টাকা দেনমোহর নির্ধারণ করে উভয়ের বিয়ে সম্পন্ন করেন।
আদালত আরও জানায়, নবদম্পতির ওপর নজরদারি থাকবে এবং বিয়ের পর যদি তৌহিদুল কোনো প্রকার ঝামেলা বা নির্যাতনের ঘটনায় জড়িয়ে পড়েন, তাহলে তার বিরুদ্ধে পুনরায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশক:- মোঃ আবির ইসলাম
নির্বাহী সম্পাদক:- জামিল চৌধুরী
বার্তা সম্পাদক:- আরিফুল ইসলাম
হেড অফিস: ৪৭,পুরানো পল্টন আরবান পল্টন ভিউ কমাশিয়াল কমপ্লেক্স (৫ম তলা)
নিউজ মেইল: dainikprothombarta@gmail.com
যোগাযোগ: ০১৬৪৩-০৩১৩৭২/০১৮৬৮-৮৪৫৫৯৬
দৈনিক প্রথম বার্তা কর্তৃপক্ষ
Design And Develop By Coder Boss