
কালিয়াকৈর উপজেলা প্রতিনিধি
গাজীপুর-১ (কালিয়াকৈর এবং গাজীপুর সিটি কর্পোরেশন ওয়ার্ড নম্বর ৭-১২) আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী হিসেবে বিএনপির নির্বাহী কমিটির সদস্য মো. মজিবুর রহমানকে মনোনীত করেছেন দল। বৃহস্পতিবার ঢাকায় জরুরি প্রেস ব্রিফিংয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি এ ঘোষণা দেন। মনোনয়ন ঘোষণার পরপরই কালিয়াকৈরে বিএনপির নেতাকর্মীদের মাঝে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়—শুভেচ্ছা ও অভিনন্দনের মাধ্যমে সমর্থকেরা সিদ্ধান্তকে স্বাগত জানান।
দীর্ঘদিন রাজপথে আন্দোলনে সক্রিয় থাকা মজিবুর রহমানকে প্রার্থী করায় তৃণমূল নেতাদের মধ্যে দেখা গেছে বাড়তি উচ্ছ্বাস।
মনোনয়ন পাওয়ার পর প্রতিক্রিয়ায় মজিবুর রহমান বলেন, দল আমার দীর্ঘদিনের শ্রম, ত্যাগ ও নির্যাতন-নিপীড়নের মূল্যায়ন করেছে। ১৭ বছর ধরে স্বৈরাচারবিরোধী আন্দোলনে রাজপথে থেকেছি, দমন-পীড়ন সহ্য করেছি। আজ দলের হাইকমান্ড, বিশেষ করে তারেক রহমান ও মহাসচিবসহ সকল নেতার প্রতি কৃতজ্ঞতা জানাই। অন্য মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে ঐক্যবদ্ধ হয়েই ধানের শীষকে বিজয়ী করব। তিনি আরও বলেন, আমাদের প্রিয় দেশনেত্রী বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন আছেন। তার সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করছি। আল্লাহ যেন তাকে দ্রুত আরোগ্য দান করেন।
উল্লেখ্য, গাজীপুরের চারটি আসনে বিএনপি আগেই মনোনয়ন ঘোষণা করেছিল, তবে গাজীপুর-১ আসনের প্রার্থী চূড়ান্ত করা হয়নি। আজকের ঘোষণার মধ্য দিয়ে সেটিও সম্পন্ন হলো।