নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা খেলাফত মজলিসের উদ্যোগে গতকাল বৃহস্পতিবার বিকেলে নবীনগর সরকারি হাই স্কুল মাঠে গণসমাবেশ অনুষ্ঠিত হয়।
গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর শায়খুল হাদিস আল্লামা মামুনুল হক বলেন, এদেশের যুবসমাজ দেশের ভাগ্য পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে। অনেক রঙের বাংলাদেশ দেখেছেন, অনেক নেতার বাংলাদেশ দেখেছেন, আগামীর বাংলাদেশ হবে ইনসাফের বাংলাদেশ। ধর্ম বর্ণ ভিন্ন মত, সবার জন্য খেলাফত এই স্লোগানকে সামনে রেখে তিনি আরো বলেন, প্রত্যেক ধর্মের মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করে, শান্তি সমৃদ্ধি সম্যের বাংলাদেশ আমরা উপহার দেব। এদেশের প্রত্যেকটা সরকারি খাত দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে, সরকারি অফিসে ঘোষ ছাড়া এক পার্সেন্ট কাজও করা যায় না, এর জন্য দায়ী সরকারের অব্যবস্থাপনা। উন্নয়নের গল্প বলা হয়, উন্নয়ন হয় তাদের, যারা আঙ্গুল ফুলে কলাগাছ হয় তাদের। এদেশে টাকা লুণ্ঠন করে যারা বিদেশে পাচার করে, বিদেশে বসে আনন্দ ফুর্তি করে তাদেরই উন্নয়ন হয়। এদেশের আলেমসমাজ সাধারণ মানুষের রাজনীতি করে। সাধারণ মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য খেলাফতের মার্কা রিক্সা, গরিব-দুঃখী মেহনতি মানুষের মার্কা রিক্সা তাই ব্রাহ্মণবাড়িয়া-৫ নবীনগর আসনে একজন ইনসাফ সর্বজন গ্রহণযোগ্য ব্যক্তি কৃষ্ণনগর ইউপির চেয়ারম্যান মুফতি আমজাদ হোসাইনকে রিকশা প্রতীকে একক প্রার্থী ঘোষণা করেন।
উপজেলা খেলাফত মজলিসের সভাপতি মুফতি আমজাদ হোসাইন আশরাফির সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, কেন্দ্রীয় খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী, সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমিন, উপজেলা খেলাফত মজলিসে সাধারণ সম্পাদক ফারুক আহমেদ প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক:- মোঃ আবির ইসলাম
নির্বাহী সম্পাদক:- জামিল চৌধুরী
বার্তা সম্পাদক:- আরিফুল ইসলাম
হেড অফিস: ৪৭,পুরানো পল্টন আরবান পল্টন ভিউ কমাশিয়াল কমপ্লেক্স (৫ম তলা)
নিউজ মেইল: dainikprothombarta@gmail.com
যোগাযোগ: ০১৬৪৩-০৩১৩৭২/০১৮৬৮-৮৪৫৫৯৬
দৈনিক প্রথম বার্তা কর্তৃপক্ষ
Design And Develop By Coder Boss