
গাজীপুর সদর প্রতিনিধি
১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে সারাদেশের মতো গাজীপুরেও অর্ধদিবস কর্মবিরতি পালন করছেন মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা। বুধবার সকাল থেকে বিভিন্ন সরকারি হাসপাতাল ও স্বাস্থ্য প্রতিষ্ঠানে কর্মরত এসব পেশাজীবীরা কর্মবিরতিতে অংশ নেন।
কর্মবিরতিতে অংশ নেওয়া টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা জানান, দীর্ঘদিন ধরে তারা পেশাগত মর্যাদা ও বৈষম্য দূরীকরণে ১০ম গ্রেডসহ ন্যায্য সুবিধার দাবি জানিয়ে আসছেন। কিন্তু দাবি পূরণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো কার্যকর পদক্ষেপ না নেওয়ায় বাধ্য হয়েই তাদের এই আন্দোলনে নামতে হয়েছে।
কর্মবিরতির কারণে হাসপাতালে বেশ কিছু সেবায় সাময়িক স্থবিরতা দেখা দিয়েছে বলে জানা গেছে। তবে জরুরি সেবা স্বাভাবিক রাখতে আলাদা ব্যবস্থাও ছিল।
আন্দোলনকারীরা জানান, দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাদের কর্মসূচি চলবে, এবং পরবর্তীতে আরও কঠোর কর্মসূচি দেওয়ারও হুঁশিয়ারি দেন তারা।
সুশৃঙ্খল পরিবেশে কর্মবিরতি অনুষ্ঠিত হলেও হাসপাতালের রোগী ও স্বজনদের মধ্যে কিছুটা ভোগান্তি দেখা যায়।