
(লালপুর) নাটোর প্রতিনিধি
নাটোর–১ লালপুর বাগাতিপাড়া আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী ইশতেহার নিয়ে ২ নং জামনগর ইউনিয়নের ৬,৮ নং ওয়ার্ড বাঁশবাড়িয়া,জালালপুর ও বাজিতপুর বাজারে বিএনপি’র পাশাপাশি ছাত্রদলের পক্ষ থেকে গণসংযোগ করা হয়। গণসংযোগকালে তাইফুল ইসলাম টিপু ভাইয়ের নির্বাচনী ইশতেহারের মূল প্রতিশ্রুতি ও উন্নয়ন পরিকল্পনা এলাকাবাসীর সামনে তুলে ধরা হয়। স্থানীয় ব্যবসায়ী, পথচারী ও তরুণ ভোটারদের সঙ্গে কথা বলে তাদের সমস্যা ও প্রত্যাশার কথা শোনা হয়।এসময় এলাকার সার্বিক উন্নয়ন, শিক্ষার মানউন্নয়ন, অবকাঠামো উন্নয়ন ও জনসেবামূলক উদ্যোগ আরও জোরদারের অঙ্গীকার ব্যক্ত করা হয়।