লক্ষ্মীপুর প্রতিনিধি
লক্ষ্মীপুরের রায়পুরে তাহযীবুল উম্মাহ ইসলামিক ইনস্টিটিউটের হিফজ্ বিভাগে অধ্যয়নরত ১৫ জন শিক্ষার্থীর মাঝে পাগড়ী ও স্কার্ফ প্রদান করা হয়েছে। বুধবার (৩ ডিসেম্বর) দুপুরে মাদরাসার হলরুমে আয়োজিত অনুষ্ঠানে ১১ জন ছাত্রকে পাগড়ী পরিয়ে দেন আওলাদে রাসুল (সা.) সাইয়্যেদ জাহেদ ইজ্জুদ্দীন জাবিরী আলমাদানী। এছাড়া ৪ জন ছাত্রীকে স্কার্ফ প্রদান করা হয়।
‘পাগড়ী প্রদান’ শীর্ষক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুহাদ্দিস মাওলানা মোহাম্মদ নোমান। প্রধান অতিথি ছিলেন সাইয়্যেদ জাহেদ ইজ্জুদ্দীন জাবেরী আল মাদানী।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রোটারিয়ান রফিকুল হায়দার চৌধুরী, সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল করিম, রায়পুর বাজার বণিক সমিতির সভাপতি সাইফুল ইসলাম মুরাদ, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, প্রতিষ্ঠানের সাধারণ সম্পাদক আবু সায়েম চৌধুরী, বিএনপি নেতা অ্যাড. এমরান হোসেন, ইকবাল পাটওয়ারীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রতিষ্ঠানের অধ্যক্ষ মাওলানা শামসুর রহমান জানান, ইনস্টিটিউটের হিফজ ও জেনারেল শাখায় প্রায় ৩০০ শিক্ষার্থী পড়াশোনা করছে। প্রথম থেকে ষষ্ঠ শ্রেণি পর্যন্ত বাংলা মাধ্যম এবং প্লে ও নার্সারি শ্রেণিতে ইংলিশ ভার্সনে পাঠদান চলছে।
সম্পাদক ও প্রকাশক:- মোঃ আবির ইসলাম
নির্বাহী সম্পাদক:- জামিল চৌধুরী
বার্তা সম্পাদক:- আরিফুল ইসলাম
হেড অফিস: ৪৭,পুরানো পল্টন আরবান পল্টন ভিউ কমাশিয়াল কমপ্লেক্স (৫ম তলা)
নিউজ মেইল: dainikprothombarta@gmail.com
যোগাযোগ: ০১৬৪৩-০৩১৩৭২/০১৮৬৮-৮৪৫৫৯৬
দৈনিক প্রথম বার্তা কর্তৃপক্ষ
Design And Develop By Coder Boss