ঝিকরগাছা(যশোর) প্রতিনিধি
২১তম বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন দিবস ২০২৫ উপলক্ষে যশোরের পল্লী প্রগতি সংস্থা বিশেষ সম্মাননা অর্জন করেছে। সংস্থাটির সমাজ উন্নয়ন, মানবিক সেবা এবং স্থানীয় জনগোষ্ঠীর কল্যাণে অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন এই সম্মাননা প্রদান করে।
এই সংস্থার কার্যক্রমকে সামনে থেকে সফলভাবে এগিয়ে নিচ্ছেন বাঁকড়া, ঝিকরগাছার সুপরিচিত সাহিত্য সংগঠক, কপোতাক্ষ সাহিত্য পরিষদের সভাপতি ও নিবেদিত সমাজসেবক আবুল কালাম আযাদ। দীর্ঘদিন ধরে তিনি এলাকার সাংস্কৃতিক বিকাশ, দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো, শিক্ষা ও সচেতনতা বৃদ্ধিসহ বিভিন্ন কল্যাণমূলক কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। তাঁর সক্রিয় নেতৃত্ব ও নিরলস প্রচেষ্টায় পল্লী প্রগতি সংস্থা স্থানীয়ভাবে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।
বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের চেয়ারম্যান ইকবাল উদ্দীন আহমেদ চৌধুরী এবং ব্যবস্থাপনা পরিচালক ড. দেলোয়ার হোসেন সম্মাননা প্রদান করেন। তাঁরা আবুল কালাম আযাদের কর্মকাণ্ডকে প্রশংসা করে বলেন, সমাজ উন্নয়নে তাঁর মতো মানুষের এগিয়ে আসা দেশকে সামনে এগিয়ে নিতে বড় ভূমিকা রাখে।
২ ডিসেম্বর ২০২৫ তারিখে পাওয়া এই সম্মাননা স্থানীয় জনগণের মাঝে ব্যাপক আনন্দ ও গর্বের সৃষ্টি করেছে। আবুল কালাম আযাদ জানান, “এই স্বীকৃতি আমাদের কাজের প্রতি দায়িত্ব আরও বাড়িয়ে দেবে। মানুষের পাশে থেকে মানবিক সেবা চালিয়ে যেতে চাই।”
সম্পাদক ও প্রকাশক:- মোঃ আবির ইসলাম
নির্বাহী সম্পাদক:- জামিল চৌধুরী
বার্তা সম্পাদক:- আরিফুল ইসলাম
হেড অফিস: ৪৭,পুরানো পল্টন আরবান পল্টন ভিউ কমাশিয়াল কমপ্লেক্স (৫ম তলা)
নিউজ মেইল: dainikprothombarta@gmail.com
যোগাযোগ: ০১৬৪৩-০৩১৩৭২/০১৮৬৮-৮৪৫৫৯৬
দৈনিক প্রথম বার্তা কর্তৃপক্ষ
Design And Develop By Coder Boss