বিশেষ প্রতিনিধি
নগরীর দৌলতপুর থানাধীন রেলিগেট-মানিকতলার মধ্যবর্তী স্থানে ট্রেনে কাটা পড়ে তৌহিদ (২৮) নামে এক যুবক নিহত হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, বুধবার (৩ ডিসেম্বর) ভোর ৫ টার দিকে রেললাইন পার হওয়ার সময় চিলাহাটি থেকে খুলনাগামী ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়।
তৌহিদ দৌলতপুর থানাধীন মহেশ্বর পাশা মুন্সিপাড়া এলাকার মিলন মিস্ত্রির ছেলে।
এলাকাবাসীর কাছ থেকে জানা যায়, নিহত তৌহিদ সৎ মায়ের সংসারে পরিবার থেকে বিতাড়িত ছিল। পরিবার থেকে পিতা কিংবা অন্য কেউ তার কোন খোঁজখবর নিত না। সে নিজে মাদকাসক্ত ছিল এবং মাদক বিক্রির রানার হিসেবে কাজ করতো।
সম্পাদক ও প্রকাশক:- মোঃ আবির ইসলাম
নির্বাহী সম্পাদক:- জামিল চৌধুরী
বার্তা সম্পাদক:- আরিফুল ইসলাম
হেড অফিস: ৪৭,পুরানো পল্টন আরবান পল্টন ভিউ কমাশিয়াল কমপ্লেক্স (৫ম তলা)
নিউজ মেইল: dainikprothombarta@gmail.com
যোগাযোগ: ০১৬৪৩-০৩১৩৭২/০১৮৬৮-৮৪৫৫৯৬
দৈনিক প্রথম বার্তা কর্তৃপক্ষ
Design And Develop By Coder Boss