উপজেলা প্রতিনিধি:

চাটখিল উপজেলার বদলকোট ইউনিয়নের তিন ছাত্র গত সোমবার চাটখিল বদলকোট রোডের দলটা ভিটা পোলে মোটরসাইকেল উল্টে এক মারাত্মক সড়ক দুর্ঘটনায় আহত হয়ে একজন ছাত্র জায়গায় নিহত হয় বাকি দুইজনকে স্থানীয় লোকজন উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে প্রেরণ করে। আজ বুধবার চিকিৎসাধীন অবস্থায় জয়ও রায়হান সকালে মৃত্যুবরণ করে।

তাদের অকাল মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও বিএনপি' চেয়ারপারসনের উপদেষ্টা তিনি এবং চাটখিল সোনাইমুড়ী আসনে বিএনপি মনোনীত এম পি পদপ্রার্থী জনাব ব্যারিস্টার এম মাহাবুব উদ্দিন খোকন। তিনি শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন এবং নিহত ছাত্রের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন।

উল্লেখ্য নিহত তিনজন ছাত্রের মধ্যে দুজন এবার নির্বাচনী পরীক্ষায় প্রথম প্রচার বিষয়ে অংশগ্রহণ করেছিল
সম্পাদক ও প্রকাশক:- মোঃ আবির ইসলাম
নির্বাহী সম্পাদক:- জামিল চৌধুরী
বার্তা সম্পাদক:- আরিফুল ইসলাম
হেড অফিস: ৪৭,পুরানো পল্টন আরবান পল্টন ভিউ কমাশিয়াল কমপ্লেক্স (৫ম তলা)
নিউজ মেইল: dainikprothombarta@gmail.com
যোগাযোগ: ০১৬৪৩-০৩১৩৭২/০১৮৬৮-৮৪৫৫৯৬
দৈনিক প্রথম বার্তা কর্তৃপক্ষ
Design And Develop By Coder Boss