গাজীপুর সদর প্রতিনিধি
গাজীপুরের শহীদ তাইজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে রোগীদের সেবার মান আরও উন্নত করার লক্ষ্যে হাসপাতালে হঠাৎ পরিদর্শন করেছেন হাসপাতালের পরিচালক। বুধবার দুপুরে তিনি বিভিন্ন ওয়ার্ড ঘুরে রোগীদের খোঁজখবর নেন এবং চিকিৎসাসেবা সম্পর্কে তাদের মতামত শোনেন।
পরিচালক রোগীদের অবস্থার খোঁজ নেওয়ার পাশাপাশি দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক, নার্স ও স্টাফদের সাথেও কথা বলেন। ওয়ার্ডগুলোর পরিষ্কার-পরিচ্ছন্নতা, ওষুধ সরবরাহ, চিকিৎসা সেবা ও রোগীসেবার অন্যান্য দিকও তিনি পর্যবেক্ষণ করেন।
তিনি জানান, “রোগীদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য। কোনো ধরনের অসুবিধা পেলে রোগী ও তাদের স্বজনেরা যেন সরাসরি জানাতে পারেন।”
পরিদর্শনের সময় রোগী ও তাদের স্বজনরা হাসপাতালের এ উদ্যোগকে স্বাগত জানান এবং বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। পরিচালক দ্রুত এসব সমস্যার সমাধানের আশ্বাস দেন।
হাসপাতালের সার্বিক সেবা নিশ্চিত করতে এমন পরিদর্শন নিয়মিত অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
কিন্তুু অনিয়ম বন্ধ করা যাচ্ছে না....অনিয়মের শেষ কোথায়...??
সম্পাদক ও প্রকাশক:- মোঃ আবির ইসলাম
নির্বাহী সম্পাদক:- জামিল চৌধুরী
বার্তা সম্পাদক:- আরিফুল ইসলাম
হেড অফিস: ৪৭,পুরানো পল্টন আরবান পল্টন ভিউ কমাশিয়াল কমপ্লেক্স (৫ম তলা)
নিউজ মেইল: dainikprothombarta@gmail.com
যোগাযোগ: ০১৬৪৩-০৩১৩৭২/০১৮৬৮-৮৪৫৫৯৬
দৈনিক প্রথম বার্তা কর্তৃপক্ষ
Design And Develop By Coder Boss