
গাজীপুর পতিনিধি
টঙ্গীর স্টেশন রোডের বাটার গেটের উল্টোপাশ থেকে এক অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে স্থানীয়দের খবর পেয়ে টঙ্গী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে পথচারীরা রাস্তায় পড়ে থাকা ব্যক্তিটিকে দেখে সন্দেহ হলে পুলিশে খবর দেন। পরে পুলিশ এসে নিশ্চিত হয় যে তিনি ইতোমধ্যে মৃত। লাশের পরিচয় এখনো জানা যায়নি।
পুলিশ জানিয়েছে, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর কারণ প্রাথমিকভাবে নিশ্চিত না হলেও ঘটনাটি তদন্ত করা হচ্ছে।
আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বলছেন, পরিচয় শনাক্ত ও মৃত্যুর কারণ উদঘাটনে তদন্ত চলছে, এবং আশপাশের সিসিটিভি ফুটেজও সংগ্রহ করা হবে।
ঘটনাটি ঘিরে এলাকাবাসীর মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে।