গাজীপুর পতিনিধি :
আজ এই মাত্র কলেজ গেট সংলগ্ন সফিউদ্দিন এলাকায় একটি গুরুত্বপূর্ণ অভিযানে এক নারী ছিনতাইকারীকে আটক করেছে স্বেচ্ছাসেবী সংগঠন BD YOUTH REVOLUTION–এর সদস্যরা।
অভিযানের সময় সংগঠনের সদস্যরা এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করা ওই মহিলাকে চিহ্নিত করেন। পরে স্থানীয়দের সহায়তায় তাকে আটক করা হয় এবং জিজ্ঞাসাবাদের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।
BD YOUTH REVOLUTION–এর প্রতিনিধিদের মতে, সাম্প্রতিক সময়ে এলাকায় ছিনতাই ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড বেড়ে যাওয়ায় তারা নিয়মিত সচেতনমূলক টহল পরিচালনা করছেন। আজকের এই সফল অভিযানে স্থানীয় বাসিন্দারাও সন্তুষ্টি প্রকাশ করেছেন।
সংগঠনটির সদস্যরা জানান, সমাজের নিরাপত্তা নিশ্চিত করতে তারা ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখবেন।
সম্পাদক ও প্রকাশক:- মোঃ আবির ইসলাম
নির্বাহী সম্পাদক:- জামিল চৌধুরী
বার্তা সম্পাদক:- আরিফুল ইসলাম
হেড অফিস: ৪৭,পুরানো পল্টন আরবান পল্টন ভিউ কমাশিয়াল কমপ্লেক্স (৫ম তলা)
নিউজ মেইল: dainikprothombarta@gmail.com
যোগাযোগ: ০১৬৪৩-০৩১৩৭২/০১৮৬৮-৮৪৫৫৯৬
দৈনিক প্রথম বার্তা কর্তৃপক্ষ
Design And Develop By Coder Boss