
বিশেষ প্রতিনিধি

১ কেজি গাঁ/জা/সহ ১ মা/দ/ক কারবারি গ্রেফতার। কেএমপি’র খানজাহান আলী থানা পুলিশ ১ ডিসেম্বর ২০২৫ তারিখ রাতে আফিলগেট পুলিশ চেকপোস্টের সামনে থেকে মাদক কারবারি সুমন মিনা (৩২), পিতা-মোঃ সাহেব আলী মিনা, সাং-পশ্চিম সেনপাড়া, থানা-দৌলতপুর, খুলনা ১ কেজি গাঁ/জা/সহ হাতেনাতে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মা/দ/ক কারবারির বিরুদ্ধে মা/দ/ক মামলা রুজু করা হয়েছে।