
লালপুর (নাটোর) উপজেলা প্রতিনিধি
লালপুরে ফজরের নামাজ পড়তে যাওয়ার সময় সড়ক দুর্ঘটনায় কাউসার আহমেদ মাহিন (১০) নামে এক শিশু নিহত হয়েছে। মঙ্গলবার ভোরে ঈশ্বরদী-লালপুর সড়কের নুরুল্লাপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, ভোরে বাড়ি থেকে নামাজ পড়তে বের হলে পেছন দিক থেকে একটি কুর্তি গাড়ি শিশুটিকে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেলে পাঠানো হয়। তবে পথেই শিশুটি মারা যায়।