গাজীপুর মহানগর পতিনিধি
গাজীপুরের টঙ্গী পশ্চিম থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে ছিনতাইকারীসহ মোট ৭ জনকে গ্রেপ্তার করেছে। মঙ্গলবার (০২ ডিসেম্বর ২০২৫) বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে গ্রেপ্তারকৃতদের আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
থানা সূত্রে জানা যায়, সম্প্রতি এলাকায় ছিনতাই, মাদক ও চুরি-ডাকাতির মতো অপরাধ বৃদ্ধি পাওয়ায় পুলিশ বিশেষ নজরদারি জোরদার করে। এরই অংশ হিসেবে সোমবার রাতভর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সন্দেহভাজন ও মামলার ওয়ারেন্টভুক্ত ব্যক্তিসহ মোট ৭ জনকে আটক করা হয়।
টঙ্গী পশ্চিম থানার ওসি বলেন, অপরাধ দমনে পুলিশের নিয়মিত অভিযান চলমান রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে। তিনি আরও জানান, এলাকার শান্তিশৃঙ্খলা বজায় রাখতে পুলিশ সর্বদা সক্রিয় ভূমিকা পালন করে যাবে।
পুলিশের এ ধরনের নিয়মিত অভিযান এলাকার নিরাপত্তা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে স্থানীয়দের ধারণা।
সম্পাদক ও প্রকাশক:- মোঃ আবির ইসলাম
নির্বাহী সম্পাদক:- জামিল চৌধুরী
বার্তা সম্পাদক:- আরিফুল ইসলাম
হেড অফিস: ৪৭,পুরানো পল্টন আরবান পল্টন ভিউ কমাশিয়াল কমপ্লেক্স (৫ম তলা)
নিউজ মেইল: dainikprothombarta@gmail.com
যোগাযোগ: ০১৬৪৩-০৩১৩৭২/০১৮৬৮-৮৪৫৫৯৬
দৈনিক প্রথম বার্তা কর্তৃপক্ষ
Design And Develop By Coder Boss