
চাটখিল (নোয়াখালী) উপজেলা প্রতিনিধি: নোয়াখালীর থানাগুলোতে নতুন অফিসার ইনচার্জ ভারপ্রাপ্ত কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে। এরই ধারাবাহিকতায় চাটখিল থানায় নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে মোহাম্মদ আব্দুল মোন্নাফ কে। মোহাম্মদ আব্দুল মোন্নাফ বর্তমানে লক্ষ্মীপুর সদর থানার অফিসার ইনচার্জ ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পালন করছেন। উল্লেখ্য নতুন অফিসারদের নতুন কর্মস্থলে যোগদানের কার্যক্রম আগামী ৬ ডিসেম্বর পর্যন্ত স্থগিত থাকবে। আগামী ৬ ডিসেম্বরের পর তারা নতুন কর্মস্থলে যোগদান করবেন।