চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
চিলমারী, রৌমারী ও রাজিবপুরে বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের খোঁজখবর নিচ্ছেন তিনি।
আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনের প্রেক্ষাপটে ২৮ কুড়িগ্রাম–৪ আসনে সরগরম হয়ে উঠেছে রাজনৈতিক মাঠ। সেই সক্রিয়তায় সবচেয়ে দৃশ্যমান দুইবারের চিলমারী উপজেলা চেয়ারম্যান ও সাবেক সফল প্রশাসনিক অভিজ্ঞতার অধিকারী অধ্যাপক মোঃ রুকুনুজ্জামান শাহীন।
চেয়ারম্যান হিসেবে তিনি মোট দুইবার দায়িত্ব পেলেও কার্যকরভাবে কাজ করার সুযোগ পান প্রায় দুই বছর। এই স্বল্প সময়ের মধ্যেও এলাকার মানুষের জীবনযাত্রার উন্নয়নে কিছু উল্লেখযোগ্য উদ্যোগ গ্রহণ করেন—যা তিনি মাঠপর্যায়ে জনগণের সঙ্গে আলাপের সময় তুলে ধরছেন।
সম্প্রতি চিলমারী, রৌমারী ও রাজিবপুরের বিভিন্ন গ্রাম ও হাটবাজারে ঘুরে ঘুরে তিনি মানুষের কাছ থেকে শুনছেন তাদের সমস্যা, চাহিদা ও ভবিষ্যৎ প্রত্যাশার কথা। স্থানীয়দের অনেকেই জানান, তিনি সরাসরি মানুষের কাছে গিয়ে কথা বলেন, তাদের সমস্যাগুলো মনোযোগ দিয়ে শোনেন এবং অতীতে করা কাজগুলো স্মরণ করিয়ে দেন।
তার ভাষ্যমতে,
“আমার লক্ষ্য সবসময়ই ছিল মানুষের পাশে থাকা। আমি যতটুকু সময় দায়িত্বে ছিলাম, সৎভাবে উন্নয়ন করার চেষ্টা করেছি। এখন আবার মাঠে নেমেছি—মানুষের কথা শুনতে এবং ভবিষ্যতের পরিকল্পনা সাজাতে।”

এদিকে এলাকাজুড়ে ভোটারদের মধ্যে চলছে আলোচনাও—স্বল্প সময়েও তিনি যে কিছু দৃশ্যমান উন্নয়ন করেছিলেন, তা তার প্রতি মানুষের আস্থা আরো বাড়িয়েছে। আসন্ন নির্বাচনে তিনি আবারও কতটা সক্রিয় ভূমিকা রাখতে পারেন, সেটিই এখন মূল আগ্রহের জায়গা।
সম্পাদক ও প্রকাশক:- মোঃ আবির ইসলাম
নির্বাহী সম্পাদক:- জামিল চৌধুরী
বার্তা সম্পাদক:- আরিফুল ইসলাম
হেড অফিস: ৪৭,পুরানো পল্টন আরবান পল্টন ভিউ কমাশিয়াল কমপ্লেক্স (৫ম তলা)
নিউজ মেইল: dainikprothombarta@gmail.com
যোগাযোগ: ০১৬৪৩-০৩১৩৭২/০১৮৬৮-৮৪৫৫৯৬
দৈনিক প্রথম বার্তা কর্তৃপক্ষ
Design And Develop By Coder Boss