বিশেষ প্রতিনিধি
রাজধানীর শাহজাদপুরের খিলবাড়ির টেক এলাকায় লিলি বিশ্বাস (২৩) নামের এক নার্সের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (১ ডিসেম্বর) বেলা ১১টার দিকেখিলবাড়ি টেকের একটি দুই তলা ভবনের নিচতলা ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
লিলি বিশ্বাস গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার লাখিরপাড় গ্রামের রংমিস্ত্রি লিটন বিশ্বাসের মেয়ে। বর্তমানে শাহজাদপুর খিলবাড়ি টেক এলাকায় পরিবারের সঙ্গে ভাড়া বাসায় থাকতেন। দুই বোনের মধ্যে তিনি বড় ছিলেন।
লিটন বিশ্বাস বলেন, তার মেয়ে নার্সিং পাস করে হলি ফ্যামিলি হাসপাতালে ইন্টার্নশিপ করছিলেন। পাশাপাশি চাকরি পাওয়ার চেষ্টা করছিলেন।
লিলির বাবা বলেন, তিনি ও তার স্ত্রী-ছোট মেয়ে বাসার বাইরে ছিলেন। বেলা ১১টার তিনি বাসায় এসে মেয়ের রুমের দরজা বন্ধ পান। পরবর্তীতে দরজা অনেক ধাক্কাধাক্কির পর দরজা খুলে রুমের গিয়ে দেখেন মেয়ে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়েছেন। পরে প্রতিবেশীদের সহযোগিতায় তাকে উদ্ধার করে দুপুর দেড়টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ, পরিদর্শক মো. ফারুক বলেন, মরদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক:- মোঃ আবির ইসলাম
নির্বাহী সম্পাদক:- জামিল চৌধুরী
বার্তা সম্পাদক:- আরিফুল ইসলাম
হেড অফিস: ৪৭,পুরানো পল্টন আরবান পল্টন ভিউ কমাশিয়াল কমপ্লেক্স (৫ম তলা)
নিউজ মেইল: dainikprothombarta@gmail.com
যোগাযোগ: ০১৬৪৩-০৩১৩৭২/০১৮৬৮-৮৪৫৫৯৬
দৈনিক প্রথম বার্তা কর্তৃপক্ষ
Design And Develop By Coder Boss