শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৫:৫২ অপরাহ্ন

বিমানবন্দরে নিরাপত্তা মহড়া

সাখাওয়াত হাসান বিজয় 
  • Update Time : সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫
  • ২৭ Time View

রাজশাহী জেলা প্রতিনিধি 

 

রাজশাহীর শাহমখদুম বিমানবন্দরে আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করে ‘এয়ারপোর্ট সিকিউরিটি এক্সারসাইজ’ শীর্ষক পূর্ণাঙ্গ নিরাপত্তা মহড়া অনুষ্ঠিত হয়েছে। এই মহড়ায় প্রধান অতিথি ছিলেন বেসবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোস্তফা মাহমুদ সিদ্দিক।

 

শাহ মখদুম বিমানবন্দরের কন্ট্রোল টাওয়ারে কল পাওয়ার পর তাৎক্ষণিকভাবে বিমানবন্দর ব্যবস্থাপক জরুরি নিরাপত্তা ব্যবস্থাপনা কমিটি সক্রিয় করেন। রিস্ক অ্যাডভাইজরি গ্রুপের নির্দেশে সেনাবাহিনী, নৌবাহিনী, র‍্যাব, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ, এপিবিএন, আনসার, ফায়ার সার্ভিস, চিকিৎসাসেবা প্রতিষ্ঠানসহ সংশ্লিষ্ট ১২টি সংস্থা যৌথভাবে জরুরি প্রতিক্রিয়া পরিচালনা করে।

 

তিনি বলেন, নিয়মিত মহড়া আন্তঃসংস্থার সমন্বয় জোরদার করে এবং দুর্বলতা শনাক্তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সমন্বিত দক্ষতা থাকলে যেকোনো অনভিপ্রেত পরিস্থিতি দ্রুত মোকাবিলা করা সম্ভব। এ সময় তিনি গত ১৮ অক্টোবর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অগ্নিকাণ্ডের সময় বিভিন্ন বাহিনীর সমন্বিত প্রচেষ্টায় নিরাপত্তা বজায় রাখার অভিজ্ঞতা তিনি স্মরণ করেন।

 

বিমানবন্দর ব্যবস্থাপক দিলারা পারভীন জানান, আন্তর্জাতিক বিধিমালা অনুযায়ী প্রতি দুই বছরে একবার এমন মহড়া আয়োজন বাধ্যতামূলক। শাহ মখদুম বিমানবন্দর থেকে বর্তমানে ইউএস বাংলা এয়ারলাইনস ও বাংলাদেশ বিমান বাণিজ্যিক ফ্লাইট পরিচালনা করছে। বিভিন্ন সন্ত্রাসী হুমকি ও ঝুঁকি মোকাবিলায় সক্ষমতা যাচাই করতেই এই মহড়ার আয়োজন করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102